হে করুণাময় প্রভু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
আল্লাহ, দিগন্তে তোর নামে জ্বলে আলোর দীপ্তি,
হৃদয়ে তোর সান্নিধ্য লায় প্রেমের অমল শক্তি।
তোর করুণায় ভরে ওঠে দুনিয়ার অন্ধকারে,
প্রভু, তোর রহমতে মুছে যায় গোপন জাহানের ব্যথা।
অন্তরে মধুর তালে বাজে তোর নামের সুর,
সকল সৃষ্টির মাঝে ছড়িয়ে আছে চিরন্তন ধ্বনি।
অন্তরে জ্বলে বিশ্বাসের দীপ, নীরবে পড়ে দানায়,
হে রব, তোর মহিমা গায় হৃদয়, ভাষা, প্রাণের ছানায়।
শয়তানের সব ধ্বংসচেষ্টা তোর ক্ষমতায় পরাজিত,
তোর দয়া-বর্ষায় ভেসে যায় সকল দুঃখ, সকল ক্ষত।
হৃদয়ে বাজে শুধুই তোর বাণীর স্নিগ্ধ সুর,
হে করুণাময় প্রভু, তোর নাম জাগায় চিরন্তন চুম্বনপুর।
------------------------------------------------
No comments:
Post a Comment