কাপাসিয়ার ঐতিহ্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
শীতলক্ষ্যা নদীর ঢেউ গায় মুক্তির গান,
কাপাসিয়ার মাটি বলে ইতিহাসের প্রাণ।
বঙ্গ তাজ তাজদ্দিনের বাণী আজও বাজে,
মায়ের বুক ধরে, হৃদয়ে সুর তার সাজে।
হান্না শাহের সাহসে জ্বলে মুক্তির দীপ,
মুক্তিযোদ্ধার রক্তে রাঙা স্বাধীনতার লিখিত লিপ।
আম কাঠাল, আনারস, জাম ফলের ছোঁয়া,
ফুলের মাধুরী মাখে মাটির প্রাচুর্যর ছায়া।
স্কুল-কলেজে জ্বলে জ্ঞানরশ্মির দীপ্তি,
মসজিদ-মাদ্রাসা মন্দিরে বাজে শান্তির ঋতি।
গীর্জার ঘণ্টা বলে দেয় সবার মিলনের সুর,
ধর্ম-বর্ণ নির্বিশেষে বাজে একতার অনুর।
উৎসবের রঙে ভরে ওঠে প্রতিটি ঘর,
নাচে-গানে প্রতিধ্বনিত হয় শীতলক্ষ্যা তীরের সুর।
কাপাসিয়া, তোর ইতিহাস অমলিন,
বঙ্গ তাজ তাজদ্দিন, হান্না শাহ ও বীর স্মরণ করি অন্তরদিন।
ছন্দে-সুরে বয়ে যাক একতার গর্বিত রাজে,
সব ধর্ম-বর্ণে মিলেমিশে গড়ে উঠুক শান্তির মাজে।
------------------------------------------------
No comments:
Post a Comment