Tuesday, September 2, 2025

রাওনাট গ্রাম হবে

 রাওনাট গ্রাম হবে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
রাওনাট গ্রাম স্বপ্নের আঁকা, শস্যে ভরা খেত,
ঐক্যের গান, মানবতার সুরে জাগে মিত।
তবু ওত পেতে আছে শত্রু— মদ, গাঁজা, নেশা,
যুবকদের টানে অন্ধকারে ধ্বংসেরই দিশা।

ওহে তরুণ! উঠো রুখে, ছুঁড়ে ফেলো ফাঁদ,
নেশার পথে নেই আলো, শুধু আঁধার বাঁধ।
পানির মতো নির্মল হও, বাতাস যেমন খোলা,
সততার দীপ জ্বেলে তোলো জীবন হবে ভোলা।

খেলার মাঠে দৌড়াও সবাই, ফুটবল-ক্রিকেটে প্রাণ,
পড়ার ঘরে আলো জ্বালো, লেখো সুখের গান।
মৌলভী হুজুর শেখান সত্য, ঠাকুর দেন বাণী,
ঐক্যের ডাক বাজে গ্রামে— নেশা করো হানি।

মানবতার সংগঠন আজ শপথ নিক হাতে,
রাওনাট গ্রাম হবে স্বনির্ভর শান্তিরই প্রাতে।
বিশ্বের গৌরব তুমি, উঠুক সবার নাম,
মদ-গাঁজা দূরে রেখে গড়ো সোনার গ্রাম।
------------------------------------------------

No comments:

Post a Comment