Tuesday, September 2, 2025

আদর্শ গ্রামের অন্তরায়

 আদর্শ গ্রামের অন্তরায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
পাখি গায়, মাঠ হাসে আলো,
কিন্তু অন্ধকার জমে, ছিন্ন হলো সব ভালো।
মদ-নেশা ছড়ায় মন ঘিরে অন্ধকার,
দল-মতের দ্বন্দ্ব জ্বলে চোখে অশ্রুর পার।

পাতি নেতা উদ্রত, ছাতি নেতা চাপায়,
ঘুটি বাজ নেতার ছায়ায় সমাজ নষ্ট হয় ভায়।
চাঁদাবাজি, হুমকি-দুমকি, ঘরে ঘরে বিভেদ,
শিক্ষার দৈন্যতা শিশুর মন ভেঙে দেয় লেদ।

দলাদলি মারামারি, অসভ্যতার ছায়া ঘন,
রাজনৈতিক দ্বন্দ্ব জ্বলে, হিংসা প্রতিহিংসার ধ্বন।
নেতা সমাজের আতঙ্ক, গীবতের আকড়া বেড়ে যায়,
তবুও সচেতন মন ও একতার আলো গ্রাম জ্বালায়।

ফোটা আলো খেলে, ছড়ায় সত্যি দীপ্তি মেলা,
অন্তরায় যতই ঘন হোক, উজ্জ্বল হবে আদর্শ গ্রামরা।
------------------------------------------------


No comments:

Post a Comment