Tuesday, September 2, 2025

চায়ের আড্ডা

 চায়ের আড্ডা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
মাঠের কোণে, নদীর ধারে, ঘাসের ভাঁজে,
এক কাপ চায়ের গরমি, মুখে হাসির ভাঁজে।
জলবায়ুর সুরে মিশে যায় কাকের ডাক,
চায়ের আড্ডা শোনা যায় গ্রাম গঞ্জের প্রাক।

পুরোনো বেঞ্চে বসে বৃদ্ধের গল্প ওঠে ঠোঁটে,
কৃষকের শস্য ভাসে বৃষ্টির ছোঁয়ায় বঙ্গের মাঠে।
কিন্তু পাশে বসে তর্ক, রাজনীতি ফুটে,
দল-মতের ছায়া পড়ে, আড্ডার পটে।

দ্বন্দ্বের ঘর জেগে ওঠে, কোলাহলে সব ভাসে,
অহংকার, বিদ্বেষ, স্বার্থে ঘিরে নেয় সর্বনাশে!
শয়তানের সংসদ যেন বুকে বাজে,
চুপিসারে ছড়ায় বিদ্বেষ, ক্ষোভের আভা বাজে।

ছোট্ট শিশুর চোখে খেলা, চোখে স্বপ্নের রঙে,
চায়ের গন্ধে মিশে যায়, ঘরের বটবৃক্ষের ঢঙে।
হাসি-মজা, ছোট্ট বিরক্তি, আর চুমুক চায়ের,
দ্বন্দ্ব, গীবত, তর্ক—সব মিলে চির সবুজে সম্ভার।

রোদ হোক বা বৃষ্টি, চায়ের আড্ডা থাকে অমলিনে,
রাজনীতি, মতভেদ, সংঘাত—সব মিলে চিরদিনে।
------------------------------------------------

No comments:

Post a Comment