Tuesday, September 2, 2025

বিশ্বাসের দীপ্তিতে জ্বলে

 বিশ্বাসের দীপ্তিতে জ্বলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
শোনো, আসমান যখন অন্ধকারে ঢেকে যায়,
জমিন কাঁপে, দুলে ওঠে, মানুষ ভয় পায়।
অন্ধকারে, বিপদের ঢেউয়ে, শুধু আলোর আশা,
হৃদয়ে জ্বলে ওঠে, সব দুঃখ হারায় ধৈর্যের দিশা।

তুফান বয়ে যায় মাঠে, নদীর কল-কল থেমে যায়,
বাতাস থমথমে, প্রকৃতি যেন শ্বাস থামায়।
চোখে দেখা ভয়-ভীতি, কষ্টে ভরা মন,
তবু অন্তরে জ্বলে আস্থা, আল্লাহ’র অমল প্রণয়ন।

শোনা যায় বাতাসে, ফিসফিসে বার্তা ভেসে আসে,
“ধৈর্য ধরো, চলো আলোর পথে, তোমরা হাসে।
যিলযাল আসে, মনুষ্য, হার মানো না কখনো,
বিশ্বাসের দীপ্তিতে জ্বলে ওঠে জীবনের আলো।”
------------------------------------------------

No comments:

Post a Comment