Tuesday, September 2, 2025

অন্ধকার মুছে যায়

 অন্ধকার মুছে যায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
কাওসারের জলধারা বয়ে যায় অমল আলো,
রাসূল (সাঃ)তোর নামে জ্বলে প্রেমের অমল ধ্রুব তলো।
শত্রু ঘৃণায় ভরা পথে, তবু তুই ধৈর্য্য প্রদর্শন কর,
দাও তোর অনুসারীকে শান্তি, দাও আলোর দীপ্তি বর।

ধৈর্যের প্রভায় ভাসে মন, কলমে লেখা প্রেমের বাণী,
রাসূল (সাঃ) তোর বাণী জাগায় নবীর অমল চরণ ধ্বনি।
সুখ দুঃখের মাঝেও তুই রেখেছ ধ্রুবতারা,
অন্ধকার মুছে যায় তোর বাণীর দীপ্তি সারা।

সকল সৃষ্টির প্রভায় জ্বলে তোর করুণা,
হৃদয়ে ভরে যায় পূর্ণ আলো, সুখের পূর্ণ সূচনা।
দুনিয়ার সমস্ত মনের মাঝে জাগুক তোর নাম,
রাসূল (সাঃ) তোর বাণী হোক প্রেরণার অমল কাম।
------------------------------------------------

No comments:

Post a Comment