জনবিরোধী নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
জনবিরোধী নেতার ছোবল যেন বিষধর সাপ
নিত্য জাতির স্বপ্ন ভেঙ্গে দেয় ভয়ঙ্কর উত্তাপ।
শাসনের চাদর ফাঁপা, পলিথিনে ঢাকা,
স্বদেশের আশা ডুবে যায় অন্ধকারের ঝাঁকা।
ছলনার ঢেউ ভাঙে হৃদয় নদীর ধারা,
সত্যের বাতাসে ভেসে যায় অন্ধকারের ভারা।
স্বৈরতন্ত্রের বীজ বপন করে নিপীড়নের দানব,
অন্তরের আলোতে সে নিজেই হয় অন্ধরূপ জানব।
অরাজকতার অরণ্যে শিকার হয় শিশুর ভোর,
দুর্নীতির দানব চোখে ভরা অশুভের নোর।
বিপ্লবের শিখা জ্বলে অন্তরের অগ্নিতে,
অন্যায়ের দুর্গ ভাঙে নদীর জলে স্রোতে।
জনতার হাত মিলিয়ে গড়ে ওঠে নতুন সুর,
নির্যাতনের অন্ধকারে জ্বলে আলোর ধ্রুব নূর।
শোষকের চক্রান্ত ভেঙে যায় সৃষ্টির ছায়ায়,
সত্যের ধারা বয়ে যায় মানবতার পরায়ায়।
------------------------------------------------
No comments:
Post a Comment