স্বদেশপ্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রজন্ম, জাগো তুমি সত্যের আহ্বানে,
দেশের মাটির টানে রেখো প্রীতি প্রাণে।
কোরআনে লেখা আছে, আল্লাহর বিধানে,
“ন্যায় করো সকলেতে, থাকো সত্য প্রাণে।”
রাসূল বলেছিলেন, স্বদেশ ভালোবাসা,
ঈমানের নিদর্শন, এ সত্য খাঁটি আশা।
মাটি যেমন আঁকড়ে ধরে গাছের শিকড়ে,
তেমনি থাকো প্রজন্ম, মমতায় দেশ ঘিরে।
হে তরুণ, গড়ো ভবিষ্যৎ আলোর অঙ্গনে,
শিক্ষায় ও কর্মে দ্যুতি ছড়াও প্রতিক্ষণে।
দুর্নীতি ও অন্ধকার করো চূর্ণ ক্ষণে,
হেদায়েতের আলো ছড়াও নৈতিক ভূষণে।
রক্ত দিয়ে গড়া এ দেশ, কোরো না অবহেলা,
দেশের তরে প্রাণ দিল যারা, রেখো না বিস্মৃতি ভেলা।
স্বদেশের মাটি যেন জ্বলে ঈমান আলোয়,
হে প্রিয় প্রজন্ম, থাকো দেশের ভালোয়।
------------------------------------------------
No comments:
Post a Comment