শিক্ষক ও ছাত্রীর অশুভ প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
শুনরে ভাই, আজব কথা, কাহিনী এক বলি,
শিক্ষার রাজ্য আজ, যেন নীতিহীন চলি!
স্কুল কলেজে, ভারি হালিম বিশ্ববিদ্যালয়ে,
আছে প্রেম নামের ছোঁয়া—বিপদ যেন বইয়ে!
গৃহশিক্ষকও কিছু, ভাব ধরে গুরুজনে,
কিন্তু মনের ভেতর খেলে চোরা রঙ্গে।
কেউ দেয় মার্ক বাড়িয়ে, কেউ দেয় পাশ করায়ে,
প্রলোভনের ফাঁদে ছাত্রী পড়ে হায়!
চোখে চোখে চায়নে, অঙ্গভঙ্গি কুটিল,
অশোভন প্রস্তাবে, করে মন চঞ্চল।
কে জানে! হাসির আড়ালে কত ভয় লুকায়,
ছাত্রীটি কাঁদে ভেতরে, মুখে কিছু না চায়।
কেউ কেউ তো বেচারি, লজ্জায় ভয়ে কাঁপে,
মন ভাঙে, আশা ভাঙে, প্রাণ যে শেষে থামে!
আত্মহত্যা করে কত, খবর কেউ রাখে না,
সমাজ তখন চুপচাপ, মুখ লুকায় লজ্জায়!
তবু বলি ভাই, সকলেই দোষী নহে,
আছে অনেক আলোকিত গুরুজনে তাহে।
যে শেখায় নীতির আলো, জ্ঞানের দীপ জ্বালে,
তাদেরেই সম্মান দে, মাথা রাখি তলে।
অশুভ প্রেমের ছোঁয়ায় মলিন হয় যে মন,
শিক্ষার শপথ দে—তুলে দে সে অন্ধকারে ধন।
নইলে এই সমাজ হবে ছাইভস্ম হায়,
ছাত্রী হারাবে জীবন, জাত হারাবে মায়!
এই প্রেম নয় প্রেম, এ অশুভ ফাঁদ,
এতে ডোবে তরুণ-তরুণী, হারায় স্বপ্ন-সাধ।
সততার দীপ জ্বালো, রাখো চোখ খোলা,
শিক্ষক যদি সত্য হয়, ছাত্রী থাকবে ভোলা।
শিক্ষার তরে যারা প্রাণ দেয় অকাতরে,
তাদেরই শ্রদ্ধা দে, রাখ তাদের কাঁধে ঘরে।
প্রেম নয়, নীতি রাখ—আলো জ্বালো প্রাণে,
তবেই শিক্ষা ফুলে ফলে জগৎ জানে মানে!
-----------------------------------------
৩০-১০-২০২৫