Thursday, October 30, 2025

শিক্ষক ও ছাত্রীর অশুভ প্রেম

 শিক্ষক ও ছাত্রীর অশুভ প্রেম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

শুনরে ভাই, আজব কথা, কাহিনী এক বলি,
শিক্ষার রাজ্য আজ, যেন নীতিহীন চলি!
স্কুল কলেজে, ভারি হালিম বিশ্ববিদ্যালয়ে,
আছে প্রেম নামের ছোঁয়া—বিপদ যেন বইয়ে!

গৃহশিক্ষকও কিছু, ভাব ধরে গুরুজনে,
কিন্তু মনের ভেতর খেলে চোরা রঙ্গে।
কেউ দেয় মার্ক বাড়িয়ে, কেউ দেয় পাশ করায়ে,
প্রলোভনের ফাঁদে ছাত্রী পড়ে হায়!

চোখে চোখে চায়নে, অঙ্গভঙ্গি কুটিল,
অশোভন প্রস্তাবে, করে মন চঞ্চল।
কে জানে! হাসির আড়ালে কত ভয় লুকায়,
ছাত্রীটি কাঁদে ভেতরে, মুখে কিছু না চায়।

কেউ কেউ তো বেচারি, লজ্জায় ভয়ে কাঁপে,
মন ভাঙে, আশা ভাঙে, প্রাণ যে শেষে থামে!
আত্মহত্যা করে কত, খবর কেউ রাখে না,
সমাজ তখন চুপচাপ, মুখ লুকায় লজ্জায়!

তবু বলি ভাই, সকলেই দোষী নহে,
আছে অনেক আলোকিত গুরুজনে তাহে।
যে শেখায় নীতির আলো, জ্ঞানের দীপ জ্বালে,
তাদেরেই সম্মান দে, মাথা রাখি তলে।

অশুভ প্রেমের ছোঁয়ায় মলিন হয় যে মন,
শিক্ষার শপথ দে—তুলে দে সে অন্ধকারে ধন।
নইলে এই সমাজ হবে ছাইভস্ম হায়,
ছাত্রী হারাবে জীবন, জাত হারাবে মায়!

এই প্রেম নয় প্রেম, এ অশুভ ফাঁদ,
এতে ডোবে তরুণ-তরুণী, হারায় স্বপ্ন-সাধ।
সততার দীপ জ্বালো, রাখো চোখ খোলা,
শিক্ষক যদি সত্য হয়, ছাত্রী থাকবে ভোলা।

শিক্ষার তরে যারা প্রাণ দেয় অকাতরে,
তাদেরই শ্রদ্ধা দে, রাখ তাদের কাঁধে ঘরে।
প্রেম নয়, নীতি রাখ—আলো জ্বালো প্রাণে,
তবেই শিক্ষা ফুলে ফলে জগৎ জানে মানে!
-----------------------------------------


৩০-১০-২০২৫

তোমারি জ্যোতিতে

 তোমারি জ্যোতিতে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

অনন্ত-আলোরে জাগে অনন্ত-স্মরণ,
 হে পরম প্রভু, তবই ধ্বনি মন।
সিন্ধু সম জ্ঞান তব, সীমাহীন তব দান,
 আসমান-জমিনে তব অনুগ্রহ-গান।

রাত্রি নিদ্রাহীন তব প্রহর-চোখে,
 জাগে নক্ষত্র যেন তব তেজলোকে।
বজ্রে তব আদেশ, দোয়ায় তব সুর,
 তুমি চিরজাগরূক, নির্ভয় নুর।

কে আছ তব দোয়ারে ক্ষমা ব্যতীত?
 কে পারে তোমার অনুমতি ছীত?
তুমি জানো আগাম, জানো অতীত,
 তুমি যে স্রষ্টা, তুমি মহাভীত।

কুরসি তব ছায়ায় সজীব ধরার প্রাণ,
 তোমারি জ্যোতিতে বাঁচে সব জগ-জ্ঞান।
ঘুম আসে না তব, আসে না ক্লান্তি,
 তুমি হে মহান, তব নেই ভ্রান্তি।

আসমান জমিনে তবই রাজ্য,
 তুমি চিরমুক্ত, তুমি অগণ্য।
তোমারি ইশারায় বিশ্ব চলে নিরন্তর,
 হে আল-আলী, হে আল-আযীম করো দয়া অগাধ কর।
--------------------------------------


৩০-১০-২০২৫

হ্যা বা না

 হ্যা বা না

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

ভুলি নাই পুনঃ তাই আসিয়াছি ফিরে,
হে স্বাধীন বাংলা মোর, তব গর্ব-তীরে!
রক্তে ভেজা সে মাটি, লাল সবুজ ধ্বজা,
আজও বাজে মনে তব মুক্তির সাজা।

দুর্নীতিবাজে ঘেরা ছিল যে প্রান্তর,
তবু জাগে আশার দীপ, অমল অন্তর।
টেম্পু-স্ট্যান্ডে দখল, দুঃশাসনের ছায়া,
তবু গেয়ে উঠি আমি—“না! না!” গায়া!

নারী নির্যাতন, মাদক, চাটুকার দল,
তেলবাজ, টাউট-বাটপার—সবই জল।
যোগ্যতা বিহীন নেতা, স্বৈরতন্ত্র, ভয়—
তবু গাই গণতন্ত্রে, “হ্যা!” আজ জয়!

ধর্মীয় উগ্রতা, ফ্যাসিবাদের রূপ,
মববাদ, দেশবিরোধী ঘৃণার ধূপ,
অর্থ পাচার, ধর্ষণ, তাবেদারি ঢেউ,
সবাই মুছে দে, ওগো, প্রিয় জন্মভূমি ঢেউ!

হলুদ সংবাদে বিষ, পরিবারতন্ত্র,
পাতি নেতার দৈর্য, মাদক সিন্ডিকেট পন্ত্র,
এসবের অন্ধকারে তব জনপদ জ্বলে,
তবু আশার গান বাজে আকাশের তলে।

হ্যা, মুক্তিযুদ্ধ হ্যা, হ্যা লাল সবুজ,
হ্যা, অসাম্প্রদায়িক রূপ, আলোর ভুজ!
ভোটাধিকার হ্যা, হ্যা সু-শাসন জয়,
মতপ্রকাশ হ্যা, হ্যা—জনতার নয়।

জবাবদিহিতা হ্যা, অবাধ ধর্মনীতি হ্যা,
এই দেশ মানবতার, এই তার দ্যা!
তোমার তীরে এসে আমি আজ পুনঃ,
বলি বন্ধু, “হ্যা”—যেখানে আশা চির সুন।

খেলিতে আসিনি হে, এসেছি এবার,
ভাঙিতে অন্যায়, দেখিতে নূতন দ্বার।
যে তীরে পড়েছিল অশ্রু শত,
আজ সেখানে জ্বলে আলোর রথ।

সেবার এসেছিলাম কৌতূহলেতে,
আজ এসেছি জাগাতে মাটি-মাতৃভূমির চেতে।
হারিয়ে গেছে মণি, হারানো বিবেক,
তবু ফিরি আশায়—এই বার হোক এক!

যে কূলের বালুচরে আঁখি ভরে লোনা,
সেই কূল আজ হোক সত্যের বেদনা।
তব স্রোত টানে আজও ন্যায়পথ পানে,
ভাসাই জীবন সেই মহাসমুদ্র গানে।

তুমি কি চিনে নেবে, হে মোর স্বাধীন ধরণী,
এ আসা পুরাতন, তব হৃদয়-ধ্বনি।
ভয় নাই প্রিয়, এসেছি জানিতে নয়,
গড়িতে নব দেশ, নব আশার জয়।

যে চিতা পুড়েছে দুর্নীতির কালে,
সেই ছাই হতে ফুটুক নব ফুল-তালে।
ফিরে আসুক মানুষ, ফিরে আসুক প্রাণ,
লাল সবুজের নিচে হোক সম্মানের গান।

শীতের কুহেলিতে জ্বালো দীপ নূতন,
চলে যাক অন্ধকার, উঠুক জয়গান।
যে ফুল ফোটেনি বরষার ভোরে,
ফুটুক আজ জাগ্রত প্রজন্মের কোরে।

হ্যা, মুক্তির হাওয়া বয়, জাগো জাগো দেশ!
না, দুর্নীতি, না অন্যায়, না অবিশ্বাসের রেশ!
হ্যা, গণতন্ত্র, হ্যা ন্যায়বোধ, হ্যা আলোর গান,
এই আমার শপথ—বাংলার প্রাণ!
--------------------------------------------


৩০-১০-২০২৫

এসো হে এসো হে বন্ধন তলে

 এসো হে এসো হে বন্ধন তলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

হে বন্ধু! এসো, এসো হে বন্ধন তলে,
রাওনাট, কাপাসিয়ার পথ ঘেরা ঘরে,
দুঃস্থের হাসি, শিশুর অশ্রু, অসহায়ের আহ্বান—
নিত্য নিত্য ভরে ওঠে হৃদয়ের কণ্ঠে।

হে দুঃস্থ অসহায় বন্ধু, নিঃস্ব বাসিন্দা,
এই ধানের মাঠে, এই নদী-উপনদীতে,
আমরা তব জন্য আঁকি নতুন সকাল,
শিক্ষার আলো, স্বাস্থ্যসেবার দীপ জ্বালি,
যেন হারানো জীবনে ফিরে আসে আশা।

হে দুর্গম গ্রাম, খোলো খোলো দ্বার,
শস্য-শ্যামা বসুমতী, ফুলে-ফলে অঞ্জলি,
আমরা নিয়ে এসেছি মানবিক সেবা,
বাসস্থান নির্মাণ করি, স্বাস্থ্য দেয়ার অর্ঘ্য,
দুঃখের কুয়াশা ছড়িয়ে যাক না আর।

হে পবিত্র! শিশুদের চোখে ফুটুক জ্ঞানতারা,
হাসি ছড়াক বৃদ্ধের ঘরে,
শ্রদ্ধা আর স্নেহের হাত ছুঁয়ে যাক অন্তর,
আমরা ছুঁই তোমার অনন্ত করুণার স্রোত।

হে সুন্দর পৃথিবী! আজও অম্লান,
তব অঙ্গণে আমরা গড়ে তুলি নতুন স্বপ্ন,
নবজীবনের উচ্ছ্বাসে ভরে ওঠে পথ,
কাপাসিয়ার নদী, রাওনাটের মাঠ—
সমাজের অসহায়দের পাশে আমরা অটল।

হে মহান বন্ধু! হে চির সেবক!
তব কল্লোলের মাঝে বাজে আমাদের গান,
দুঃস্থ অসহায় বন্ধন তলে মিলিত হৃদয়,
যে সেবা করে, সে জীবন জাগায়,
শুধু স্বপ্ন নয়—নিখাদ বাস্তবতায় রূপ নেয় মানবতার জয়।
---------------------------------------------------------


৩০-১০-২০২৫

বদরে আলম সরকার

 বদরে আলম সরকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

এমন করে অঙ্গনে মোর ডাক দিলি, কে প্রিয় দানবীর?
কে রে ও তুই, কে রে?
আহা বিদ্যার আলোতে রে,
এমন পরিচিত সুরে রে,
আমার বিদ্যাপীঠের ঘরে দীপ জ্বলে তার তরে রে।
এ কোন বিদ্যাপীঠের পাগল সুরধুনী, অম্লান আলোর আগল রাঙালি?

কোন জননির দুলাল রে তুই, কোন আশা-প্রভাতরাশি,
চোখ-ভরা জ্ঞানের দীপে রে,
আহা ছলছল আনন্দের সজল ছায়া আলো,
সারাখনই উছলে যেন তরুণ-যুবকের হৃদয়ে রে!
মুখভরা তোর ঝলমল হাসি,
বিদ্যাপীঠের সম রাশি রাশি,
আমার মলিন বিদ্যাপীঠের বুকে আলো লুটায় আসি রে!

বুক-জোড়া তোর ত্যাগ,
প্রতিটি বিদ্যাপীঠের দ্বারে দ্বারে স্নেহের দান হেনে যে যায়,
কেউ কি তারে ডাক দিল না?
ডাকল যারা, তাদের আনন্দে দলে এলি পায়?

কেন আমার অঙ্গনে এসেই আমার পানে চেয়ে এমন
উজ্জ্বল হৃষ্টিপূর্ণ?
এমন চমকে বিদ্যাপীঠের পথ আলোকিত করলি?
এই কি রে তোর চেনা বিদ্যালয়,
এই কিরে তোর চাওয়া স্নেহ হায়!
তাই কি আমার কলেজের ধ্যান-সুন্দর ধারা,
বিদ্যাপীঠের ফুলে-ফসলে রাঙালি?
হে মোর বিদ্যাপীঠের কাঙালি।

বদরে আলম, তুই বিদ্যালয়ের প্রাণপুরুষ,
১৯৬৭ সালে স্থাপন করিলে ভাওয়াল কলেজ,
ভাওয়াল, কাপাসিয়া, গাজীপুরে বিদ্যাপীঠের আলো জ্বেলে।
গ্রামাঞ্চলের যুবসমাজ শিক্ষিত হোক—এই তোর অমর আকাঙ্ক্ষা,
প্রতিটি ছাত্র-ছাত্রীর চোখে জ্বলে জ্ঞান-দীপ, তোর দানের ফল।

এ সুর যেন বড়ই চেনা, এ স্বর যেন ছাত্র-হৃদয়ের বাছার,
তোর আলোকিত পথে এগিয়ে চলুক সবাই!
না চিনেই আজ তোকে চিনি,
আমারই সেই বিদ্যাপীঠের মানিক,
পথে-পথে জ্ঞান ছড়ায়ে,
তোর দানবীর আলোকেই উজ্জ্বল।

দুষ্টু ওরে, চপল ওরে, অভিমানী হে শিক্ষানুরাগী!
তোর উৎসাহ, তোর উদ্দীপনা, কত শত ছাত্র-ছাত্রীকে আলোকিত করেছে,
গ্রাম, শহর, দেশে বিদেশে ছড়ায় আলো,
আমি মা-হারা শিক্ষার্থীর, তাদের সব আশা,
তোর শিক্ষা দিয়ে পূর্ণ করেছি জীবন ভরা!
দেখা দিলি আজকে ভোরে রে!
উঠছে বুকে আনন্দের ধ্বনি,
আয় বুকে মোর বিদ্যাপীঠের প্রভাতরাশি,
আমি কতজন শিক্ষার্থীর জীবন দেখেছি যে ওই মৃদু-মুখানি রে!

প্রতিটি ক্লাশ, প্রতিটি পাঠে, চোখে ধরার মায়া,
তোর জন্ম-জন্মের ত্যাগ দিয়ে বিশ্বমায়ের মতো
বিদ্যাপীঠের আলোকবৃষ্টি পেতেছি যে!
হঠাৎ আজ ধরা দিয়ে, বিদ্যাপীঠের পূর্ণ স্নেহে জাগালি।
শিক্ষিত ছাত্র আমার রে!
চিনলি কি তুই জ্ঞানের আলোকে,
চিনলি কি তুই আজ?
আজকে আমার কলেজে তোর প্রভাতরাশি বিজয়-নিশান,
তাই কি টাঙালি?
মোর বিদ্যাপীঠের কাঙালি।

বদরে আলম, হে মহান ব্যক্তি,
তোর জীবনের প্রতি ক্ষণ বিদ্যাপীঠের তরে উৎসর্গ,
পড়াশোনা, সমাজসেবা, যুবসমাজকে আলোকিত করা—
এই তোর অমর দান, তোর উজ্জ্বল প্রতিফলন।

রবির আলো নিভে যাক না কখনো,
তোর পদচিহ্নে জাগুক ছাত্র-হৃদয়ে নবজীবনের আলোকধারা।
ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে জ্বলে থাকুক চিরন্তন বিদ্যাপীঠের দীপ,
হে প্রিয় দানবীর, হে শিক্ষানুরাগী, হে জ্ঞানের দীপক।
------------------------------------------------------


৩০-১০-২০২৫

চির সবুজ প্রাণ

 চির সবুজ প্রাণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************************

প্রবীণ তবু নবীন সে প্রাণ, জ্বলে দীপে দীপে আলো,
মানবতার মহীরুহ তুমি, হে আল্লাহর প্রিয় বান্দা ভালো!
রাওনাট তোর নাম গেয়ে যায়, পাখি পাখি গানে,
আলী আজগর ভূঁইয়া তুই, প্রেরণা শত প্রাণে।

  অগ্রপথিক রে বন্ধনের দল,
  জোর কদম চল রে চল॥

যেখানে মাটি রৌদ্রে পোড়ে, সেখানেই তুই ছায়া দিস,
নব ঊষার রবি হয়ে, তুই আঁধারে রং ঢালিস।
তোর করুণ হিয়া শিরায় বয় নবীনতার তেজ,
আলী আজগর ভূঁইয়া রে, তোর দানে ভিজে দেশ।

  বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তল,
  জোর কদম চল রে চল॥

বছর গুনে সময় গেলেও তোর রক্তে জোয়ার আছে,
তোর হৃদয়ের সুরে বাজে, রহমতেরই বাজে।
আলী আজগর ভূঁইয়া তুই, প্রেমে নবীর ধ্বনি,
মানবতার অগ্রসেনা, তোরই জাগে বাণী।
  রক্তে নবীন নব আতল,
  চিরসবুজ প্রাণ অবিচল॥

তোর দোয়া ছায়া মেলে গ্রামে, মাঠে, গৃহকোণে,
তোর মতো মানুষই গড়ে দুনিয়া ঈমানের সোপানে।
কোরআনের বাণী বুকে তুই, সুন্নাহর পথে চলো,
আলী আজগর ভূঁইয়া রে, তুই নব নব আলো।
  ও নবদূত রে কল্যাণদল,
  জোর কদম চল রে চল॥

প্রভাত-আলোয় মুখে তোর হাসি, রৌদ্রে দীপ্ত চোখ,
তুই যে আলেয়া পথিক রে, নব প্রেরণার লোক।
প্রবীণ বটে, তবু মনে তোর, শিশির ঝরা সকাল,
আলী আজগর ভূঁইয়া তুই, নবজাগরণের কাল।
  হে পথিক রে অমল অবিচল,
  জোর কদম চল রে চল॥

আল্লাহ তোর জীবন করুক আরও উজ্জ্বল দীপ্ত,
সদকা-এ-জারিয়ার কর্ম তোর হোক অনন্ত নিত্য।
যেন কেয়ামত পর্যন্ত বাজে তোর কাজের ধ্বনি,
হে চিরসবুজ প্রাণ, আলী আজগর ভূঁইয়া, তোরেই গানে গুনি!
  নবজীবন রে বন্ধনদল,
  অগ্রপথিক রে সেবকদল,
  জোর কদম চল রে চল॥
-------------------------------------------


মানব সৃষ্টির রহস্য

 মানব সৃষ্টির রহস্য

কলমে: মোঃ আমিনুল এহছান মেল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

হেরিনু নীরব নক্ষত্রে, চিররাত্রির কোলে,
যেন ধূলি-কণার ভিতর জ্যোতি নাচে দোলে,
সেই ধূলি—মাটি—কাঁদা—মধুর সুরের তলে,
রচিছে স্রষ্টা গোপনে মানুষ-আকৃতি বলো কে?
বলে ফেরেশতা—“খলিফা হবে এ যে নব জনে!”

আল্লাহ কহিলেন—“আমি জানি, যা জানো না তোমরা,
ধূলিরে দিব প্রাণ, রূহ ফুঁকিবে আমার শ্বাসে ধরা;”
শ্বাসে উঠিল জীবন, কম্পে ধূলি-কণা,
জাগিল আদম, দীপ্ত মুখে নব আলোক-জ্বালা।
সেই ধূলি আজ মানুষ—জ্ঞান-তরঙ্গে ভরা!

পূর্বে ছিল সে নূতফা, বীজবিন্দু ক্ষুদ্র,
তারপর আলাকা, রক্তবিন্দু গাঢ়,
হইল মুদগা, মাংসের মতো চিবানো দেহ,
তারপর হাড়ে মাংস, সৌন্দর্য পেল সে বেহেশ্‌ত।


সেই ধূলি-মাটি হইতে আজ মানব রূপ,
রূহে ভরিয়া দিলেন আল্লাহ—জীবন-স্বরূপ।
বলে উঠিল স্রষ্টা, “সেজদা করো এ প্রাণে!”
সব ফেরেশতা সেজদায় নত হ'ল সম্মানে,
একটি মাত্র ইবলিস ফিরিল অহংকারে ধূপ।

বলিল—“আমি অগ্নির, ও ধূলির গড়া,
কেন করিব সেজদা ঐ কাদামাটির পুতুলে?”
তখন হুকুম এল—“নেমে যা অভিশাপে,
রহিবি চিরকাল বিভ্রান্তির কুলে,
আর আদম হবে আমার প্রতিনিধি ধরা।”

তখন এলো জান্নাতের আহ্বান, হাওয়ার সৃষ্টি হইল,
এক প্রাণ হইতে অন্য প্রাণ উদ্ভাসিত রইল;
একই উৎস, এক রূহ, এক প্রেম-নির্ঝর,
তাই বলে কোরআন—“সব মানুষ এক আত্মার।”


আল্লাহ বলিলেন—“আমি জিন ও মানুষ সৃষ্টি করিনি,
তারা যেন আমার ইবাদত করে, এই আমার গুণিনী।”
তবু মানুষ ভুলে যায়, নফসের তাড়নায়,
ভালো-মন্দের যুদ্ধে হারায় বিবেকের মহিমায়—
এই তার পরীক্ষা, এই তার সৃষ্টির মানিনি।

সৃষ্টি রহস্য তাই—ধূলি, রূহ, ও দায়িত্ব,
খোদার প্রেমে জাগে মানবের অভিষেক;
দেহে মাটি, মনে আলো, রূহে নূরের সিঁড়ি,
জান্নাত-স্বপ্নে জেগে উঠে মানব-জীবনের নীতি;
প্রেমে ও প্রার্থনায় খুঁজে ফেরে আপন ঠিকানার দিক।

মাটি ও আত্মার এই অমৃত-সম্মিলনে,
মানুষ হলো বিশ্বমাঝে খলিফা অম্লান বনে;
যতদিন নিশ্বাস, ততদিন ইবাদতের পানে—
জীবন রহস্যে বাজে আল্লাহর মহান টানে।
হে মানুষ! চিনে নাও নিজেকে, তব প্রভুর আহ্বানে।
---------------------------------------------------------


৩০-১০-২০২৫

Wednesday, October 29, 2025

আর-রহমান

 আর-রহমান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************
আর-রহমান! হে দয়াময়, তোর নাম নূর-ই-আজাল,
তুই প্রেম-ই-খোদা, তুই করুণা, তুই ইহসান অবিচল!
তোর জিকিরে জ্বলে জগৎ ও প্রাণ,
তোর বাণী কুরআন — রহমতের জ্ঞান।

হে রহমান! হে রহিম! হে মালিক-ই-দিন!
তোর নূরে আলোকিত বিশ্বে নবীন!

তুই শেখাস মানুষে ইল্ম ও ভাষা,
তোর হিদায়াতে কাঁপে অন্ধের আশা।
তোর কুরআন রশ্মি, চির দীপ-জ্যোতি,
তোর কালাম মোর অন্তর-প্রেরণার স্মৃতি।

হে রহমান! হে রহিম! হে মালিক-ই-দিন!
তোর নূরে আলোকিত বিশ্বে নবীন!

শমস্ ও কামার তোর হুকুমে চলে,
তোর আদেশে দোলে গগন ও জলে।
তুই স্থাপন করেছিস মিজান-ই-আদল,
তোর ন্যায়ে স্থির এই বিশ্ব-বদল।

তুই বলিছিস — “সীমা লঙ্ঘিও না”,
তোরই রসুলেরা আনিল সে বাণা।
তোর নিয়মে শান্তি, তোর ন্যায়ে জ্যোতি,
তুই ইলাহী রহমত, তুই চির রহিমতি!

তোর দয়া ছাড়া কেহ নাই পর,
তুই দাতা, তুই রব, তুই ইজ্জতের কর।
তোর কিতাব কুরআন — নূর-ই-ইমান,
তোর কালামে ধ্বনিত রহমতের গান।

তোর রহমেতে ফোটে জীবন-ফুল,
তোর ইশ্কে জ্বলে ইমানের মূল।
তুই আল্লাহু! তুই নূর-এ-রব্ব,
তোর প্রেমে মিশে যায় মানব-সব।

হে রহমান! তোর নাম জপে সব প্রাণ,
তোরই কিরণে উদিত সূর্য-জ্ঞান।
তুই করুণা, তুই প্রেম, তুই শান্তি-জ্যোতি,
তুই হে রব্বুল আলামিন — নূর-ই-মহিমতি!

হে রহমান! হে রহিম! হে মালিক-ই-দিন!
তোর নামেতে মিশুক দুনিয়া জাহান!
-------------------------------------------------------


২৯-১০-২০২৫

হিংসা ও প্রতিহিংসা

 হিংসা ও প্রতিহিংসা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

ওহে মানব, শুনো, হৃদয় হিংসার দাবানলে ভরা,
অন্তর অন্ধকারে রোষের বজ্র ঝরে ধরা;
সিংহ-বৎসের মতো ক্রোধে ঘন ভয়,
পদার্পণে কাঁপে মন, ছড়ায় অশ্রুর স্রোত রয়।

সপ্ত রথী রূপে প্রতিহিংসার ধ্বনি,
কুমারের মতো ছিঁড়ে যায় শান্তি-বন্ধন রজনী;
অনল-কণা-রূপে রাগ শরীরে ছড়ায়,
পুঞ্জে পুঞ্জে বিষাদ, অন্তর আগুনে জ্বালায়।

ঘন ধূমের মূরতি ছায়া চারদিকে ফিরে,
উড়ে ধুলো, পদ-আস্ফালনে হৃদয় ভেঙে থমকে;
নিশ্বাস ছাড়ে আর্জ্জুনি, জীবন-আশা তরুণ যৌবনে,
আঁধারি চৌদিক, অন্তর গ্রাসে ক্রোধের যম।

যথা দাবানল বাড়ে অনল-প্রাচীরে,
সিংহ-বৎসের মতো ভয়ঙ্কর উত্তাপে;
হিংসার আগুনে পুড়ে যায় ভালোবাসা,
প্রতিহিংসায় ভেঙে যায় বন্ধন, কণ্ঠে কেবল বিস্ময়।

কিন্তু শুনো, মানব! হিংসা নয় পন্থা,
ক্ষমা ও সহিষ্ণুতা হোক অন্তরের বন্ধু, শান্তি-সংসার আলো;
হিংসা ত্যাগে হৃদয় পূর্ণ হয় নৈতিক দীপে,
প্রতিহিংসার বদলে সৌভাগ্য লাভে সুখের ধারা।

মেঘ-রূপ ক্রোধ ছাড়াও, হৃদয়ে দয়া ছড়াও,
বজ্র নয়, বরং সদয় আলো সর্বত্র ছড়াও;
ধৈর্য ধারণ করো, প্রতিহিংসা ত্যাগ করো,
নবীর পথে চলো, আলোর পথে চলো।

প্রতিটি পদক্ষেপে শান্তির স্রোত বহাও,
অন্তরের আগুনে প্রেমের আলো জ্বেলাও;
হিংসা নয়, বরং ক্ষমা ও সহমর্মিতা রাখো,
রোষের ছায়া ত্যাগে জীবন হোক পূর্ণ ধারা।

ওহে মানব! দৃষ্টি করো আলোর পথে,
হিংসা-প্রতিহিংসার আঁধার চিরদিন দূরে থাক;
ক্ষমাশীলতা হোক প্রিয় গুণ, ধৈর্য হোক শক্তি,
আল্লাহর পথে চলা হোক অন্তরের চিরন্তন বন্ধন।

মেঘ-রূপ ক্রোধ ছাড়াও, অন্তরে প্রেম ছড়াও,
বজ্র নয়, বরং সদয় আলো সর্বত্র ছড়াও;
হিংসা ত্যাগে পূর্ণ হবে জীবন, সুখের স্রোত,
প্রতিহিংসা নয়, বরং ক্ষমার বাণী হোক প্রিয় স্রোত।
---------------------------------------------------


২৯-১০-২০২৫

সৎ শাসক

 সৎ শাসক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
ওহে শুনো জনতা! কহ, দেখ আল-শাসককে,
কি হেতু, কহ তা মোরে, ধৈর্যশীল হাসিমুখে?
নিত্য অবগাহি করে ন্যায়ের দীপ জ্বলে,
দেও জানা, সিদক আলো, পথ দেখায় ধীরে।

বহে কলকল রবে ফালাহ প্রবাহিণী,
জন-হিত তলে সে দৃষ্টিতে আদিল ধীরে।
ও হৃদয়ের ভাব কি লো, আইস, ন্যায়িনী,
দুর্নীতি, দখল, স্বৈরাচার—কিছুই হবে না এখানে?—

ফ্যাসিবাদ, বর্ণবাদ, গণতন্ত্রবিরোধী নয় সে,
অর্থপাচার, দেশদ্রোহ, বিশ্বাসঘাতকতা দূরে থাকে।
ভালবাসে এ দাসেরে ন্যায়ের ছলে,
হৃদয় আঁধার, অবিচার দূর করে দূরে।

সত্য যদি, ন্যায় যদি, আলোর নভস্তলে,
জুড়ায়ে সমাজে দীপ দুটি নিত্য নিত্য উড়ে।
জ্ঞানসমৃদ্ধ, হিকমত সহ পথ বেছে নেয় সে,
অজ্ঞতা, অহংকার, স্বার্থপরতা—কিছুই হবে না।

আল্লাহভীতি অন্তরে দীপ্তি জ্বলে,
প্রতি সিদ্ধান্তে ইনসাফ, অবিচারে ক্ষতি নেই।
ধৈর্য, সহনশীলতা, নম্রতার ছায়া ঘিরে,
জনগণের আশা-ভরসা তার প্রজ্ঞা রেখায় বিকিরে।

দুর্নীতি-বিরত, সম্পদে লিপ্ত নয় সে,
জনগণের অধিকার রক্ষা করে সর্বত্র স্থলে।
সৎ শাসক আলোর পথে দিগন্তে,
সমাজে শান্তি, কল্যাণ, সুবিচার বয়ে যায় সঞ্জীবনে।

কোরআন-হাদিসের আলোতে শিক্ষা ধরে,
সব সম্প্রদায়ের সুখ, দুঃখ, সবই তার খেয়াল।
----------------------------------------


২৯-১০-২০২৫

নগ্নতার পরিণতি

 নগ্নতার পরিণতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
কহ মোরে, হে মানব! কহ, ভয় না করি,
কেন ত্যজিছো লজ্জা, নীতি, ঈমান–বাণী?
কে শেখায় মায়ায় পথ, অন্ধ অরণ্যে ভরি,
যেথা নেই হিদায়াত, শুধু বিভ্রম–পাণি?

ওই দুনিয়ার দাওয়াত কি মধুর নাকি মরীচি?
চকচকায় বাহির, ভেতরে বিষম দাহনে;
কোরআন তো বলিল—"লিবাসুল তাকওয়া" হে পবিত্র রীতি,
ঢেকে রাখো শরীর, ঢেকে রাখো প্রাণে।

বল নবী (সা.)—"লজ্জা ঈমানের শাখা", হে মোর ভাই,
যেথা লজ্জা যায়, যায় সেখান ঈমানের সিংহাসন!
নগ্নতার বীজে ফোটে শয়তানের ছায়া তাই,
লুটে নেয় লজ্জার ফুল, করে হৃদয় শূন্যমন।

হে নারী, হে পুরুষ, সুরক্ষিত করো সেই সাজ,
যে সাজে রিজিক হালাল, জীবন পবিত্র হয়;
হে সমাজ, স্মরণ কর—আল্লাহর বিধানেই লাজ,
অশ্লীলতার ছায়া নেমে আসে সর্বনাশের ক্ষয়।

আজ দেখো, পর্দাহীন রূপে জগত দহিছে নরকী,
চোখে চোখে আগুন, হৃদয়ে পাপের ফাঁদ;
তবু কোরআন ডাকে—“বল, হে মুমিনী নারী–পুরুষগণ,
নমাও দৃষ্টি, রক্ষা করো লজ্জার সাধ।”

তবু কেহ শুনে না, হাসে ধর্মের নামে,
চলে দেহ–প্রদর্শনে গর্বে, ব্যথাহীন প্রাণে;
কিন্তু হায়! কিয়ামতের দিনে সে রূপই হানে
আগুনের পোশাকে, চিৎকার তোলে—“হায়, আফসোস, আমানে!”
--------------------------------------------------------------


২৯-১০-২০২৫

হালাল রিজিক

 হালাল রিজিক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
*********************************************

নূর-এ-রহমত নদীর তীরে হেরিনু চাঁদন,
হালাল রিজিক ঝরিছে যেন বরকতের পান।
সে স্রোতে বাজে আয়াত— “কুলু মিন তাইয়্যিবাতি,”
রিজিকে নূর, ঈমানেতে বেহেশতের সওগাতি।

বাতাসে ভাসে তাওহিদের গন্ধে মেশা ধ্বনি,
“হারাম রিজিক সয়ে না আরশের ফরমানি।”
রাসূল (সাঃ) বলিলেন— “তালাবে হালাল ফরজী,”
যে কামায় সেদিকে, পায় নূর-এ-তারাজী।

হারাম কামাই আনে জুলম, ঘুচে যায় তাওফিক,
দো’আ হয় না মঞ্জুর, শুকায় দিলের নিক।
যে খায় পবিত্র খাদ্য, পান করে হালাল,
তার জিকিরে ওঠে সুবহানার হালাহাল।

আসমানে ফেরেশতা বলে— “মাশা’আল্লাহ নূর,”
যে বান্দা আমলে হালাল, তার কদর ভরপুর।
ইলমে হালাল শেখে যারে, থাকে নফস নিয়্যত,
রিজিকে আসে বরকত, রওশনে রাহমত।

ওহে মুমিন! ঘুষ-সুদে করিও না আমল,
তাতে আসে আজাব-এ-কবর, হারাম রিজিক বিকল।
মেহনতের ঘাম মিশায়ে করো তাসবিহ ধ্বনি,
“ইন্নাল্লাহা তায়্যিব”—তাঁর বাণী অনন্ত ধ্বনি।

দেখিলাম সে নদীর ধারে, এক দরবেশ মসনদে,
বলিল— “হালাল কামাই রহমত, হারাম হক গদে।”
চোখে তার নূর, দেহে সাবর, জবানেতে শুকর,
সে বলিল— “রিজিকে হালালই জান্নাতের ফিকর।”

বয়েসে বৃদ্ধ, তবু মুখে নূর-এ-ইখলাস,
হাতে তার খেজুর, মুখে দো’আ, পরম আভাস।
বলিল— “রাহে হালাল চলে যে আবদুল্লাহ,
তাহার ঘরে নাযিল হয় বরকতে আল্লাহ।”

সেই নদীর জলে দেখি প্রতিফলন বাণী,
কোরআনের আয়াতে লেখা রহমতের কাহিনি।
“লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল”—ধ্বনি বাজে,
হারাম হক ভক্ষণকারীর নেই নাজাত সাজে।

হালাল রিজিক— নূর-এ-দুনিয়া, নাজাত-এ-আখিরাত,
এ রিজিকেই থাকে কুদরত, তাওফিক, বরকত।
হে প্রভু! দে তাওফিক, থাকি সে স্রোতের ধারে,
রিজিক-এ-হালালে ভরুক জীবন, জান্নাতের নূর সঞ্চারে!
-------------------------------------------------


২৯-১০-২০২৫

Tuesday, October 28, 2025

এ মিছিল থামুক

 এ মিছিল থামুক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
******************************************

থামুক! থামুক! এ মিছিল গণতন্ত্র নয়।
থামুক! থামুক! এ মিছিল ঐক্য নয়।
খুন লুট গুম—শুধু ক্ষমতার খেলা।
ঘাতক দেশদ্রোহী মুখোশধারী উগ্রবাদী তারা।

মাকে হত্যা করতে এসেছে তারা আজ।
তোমার প্রাণে ভয় নেমেছে অন্ধকারে।
জাগো বাঙালি! জাগো বাংলাদেশি সকলে।
মুক্তিযুদ্ধের চেতনায় দাঁড়াও হাতে শক্ত।

হাত ধরো হাতে ধরো ঐক্যের তরবারি।
সত্য ন্যায় মুক্তি—হোক আমাদের সঙ্গী।
থামুক! থামুক! মিছিল ভেঙে পড়ুক আজ।
শহর গ্রাম নদী—বাজুক মুক্তির গান।

ঘাতকরা হারাক! সত্যের আলো ছড়াক।
লাল সবুজ রক্ষা করো পতাকা উঁচু রাখো।
মুক্তির ডাক শুনো আকাশে বাজুক ঘন।
মুক্তির তরবারি হাতে ভয় চিরতরে ধ্বংস।

ছদ্মবেশী মুখোশধারী ঘাতকরা হারাক এখন।
শহীদদের রক্তে লেখা ইতিহাস থাকুক অমল।
এ মিছিল থামুক! শহরের দেয়াল বলুক।
নদী গ্রাম মাঠ—বাজুক স্বাধীনতার গান।

জাগো বাঙালি! জাগো বাংলাদেশি আওয়াজ দাও।
মুক্তির চেতনা বলুক—শত্রু নয় পাশে।
থামুক! থামুক! এ মিছিল চিরতরে থামুক।
স্বাধীনতার পতাকা উঁচু—আলোর পথে উঠুক।
--------------------------------------


২৮-১০-২০২৫

হে প্রিয় হাজরকারী

 হে প্রিয় হাজরকারী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

হে প্রিয় হাজরকারী, পদচারণা শুনি তুমি,
কাপাসিয়ার অলি-গলিতে শোকের ছায়া ঘেরা;
হাফিজুল হক চৌধুরী, মানবিকতার দীপ্তি,
মৃতের প্রতি শ্রদ্ধা, নামাজ-দোয়া পূর্ণ করে।

লিখিনু কি নাম আমার অন্তর বিফল যতনে
কবরের ধারে,রে কাল, মৃতের তীরে?
দোয়া-সওয়াবের ঢেউ, ফেন-চূড়ে আসে কি রে ফিরে,
মুছিতে তুচ্ছেতে ত্বরা এ আমার প্রার্থনায়?

অথবা খোদিনু তারে কোরআনের আলোয় শিরে,
নবীর হাদিস যন্ত্রে কাটি অক্ষর সুক্ষণে;
“যে জানাজার জন্য উপস্থিত হয়, তার জন্য সওয়াব,”
ধৈর্য, সহানুভূতি, সদকা নীরে মিলনে।

শহর-গ্রামের অলি-গলিতে, শত-কাঁটায় ঘেরা কবর,
হাফিজুল হকের পদচারণা যেন আলোকশিখা;
মানবিক মহানায়ক, কোরআন-শিক্ষা, হাদিস-শ্রদ্ধায়,
মৃতের প্রতি মানবিকতা চিরন্তনভাবে বিরাজা।

শূন্য-জল, জল-পথে স্মরণে জনরে;
সদকা, দোয়া, ধৈর্য, সহমর্মিতা—হৃদয়ে নিবাসে;
ফরজ কিফায়া জানাজায় অংশগ্রহণে যেন সুযশে,
কোরআন-পথে প্রাণ মর্ত্যে বাস করে; আকাশে আলো মিশে।

কফিনের ধ্বনি শোনে অলি-গলির নিরবতা,
হাফিজুল হকের চোখে ভাসে মৃতের প্রতি ভক্তি;
প্রার্থনার ঢেউ আছড়ে পড়ে কবরের তলে,
সদকা ও দোয়া ভরে সমাজের অন্তরাল।

ধৈর্য ও সহমর্মিতা শিখায় হাদিসের সুরে,
“মৃতের জন্য যা ভালো করা হয়, তা সদকা।”
কোরআনের নির্দেশে, নৈতিকতা ও মানবিক দৃষ্টিতে,
জানাজায় অংশগ্রহণ চিরন্তন শিক্ষা হয়ে যায়।

অলি-গলির অন্ধকারে, অমল হৃদয়ে হাফিজুল হক চৌধুরী,
মৃতের জন্য প্রার্থনা, সামাজিক সংহতি প্রদর্শন করে;
স্মরণ ও প্রার্থনার দীপ্তিতে সমাজে আলো ছড়ায়,
কোরআন ও হাদিসের শিক্ষায় জীবন অনন্তকাল রূপায়।

হে প্রিয় হাজরকারী, পদচারণা শুনি তুমি,
জীবনের অস্থায়িত্বে দোয়া ও নামাজের দীপ্তি।
মৃতের প্রতি শ্রদ্ধা, মানবিকতা, সহমর্মিতা,
হাফিজুল হকের পথে চিরকাল প্রজ্বলিত হয় সত্যি।
---------------------------------------------------------


২৮-১০-২০২৫

মুত্তাকি

 মুত্তাকি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
****************************************************

শুনি গুন গুন ধ্বনি তোর এ করব্যে কাননে,
হৃদয়ে আল্লাহভীতি জাগে, পাপের পথে সরে যানে;
যিনি সতর্ক, দ্বিধাহীন, দুনিয়ার আবেশে নাহি ভ্রান্ত,
মুক্তাকি—অটল, আলোকিত পথ ধরে, চিরদিন অনন্যায় প্রান্ত।

হায় দুনিয়ার মানুষ! বৃথা লোভে হারায় মন-মণি,
সোনা-রুপার মায়া ছাপিয়ে যায় সত্যের অমলস্ফুরণ;
কিন্তু মুক্তাকি রাখে সততা, নির্ভীকতা হৃদয়ে,
ভালো ও খারাপের বিচার করে, আল্লাহর আদেশে শৃঙ্খলিত।


নহি সে বিষময়ী, নয় সে ধূর্ত কৌশলী,
ধৈর্য, সংযম, সতর্কতা—তব অস্ত্র ও শক্তি;
পাপ-চাক্রী বা দুনিয়ার চাপ তাকে কষে না,
মুক্তাকি চির সতর্ক, আলোর পথে অটল, অনন্তে স্থির।


মোমের ভাণ্ডারে গোপন মধুর মতো, ইবাদত তার নীরব,
প্রত্যেক কাজ, প্রত্যেক দান আলোকিত তার অন্তরে;
পরের প্রতি দয়া, অসহায়ের পাশে সহানুভূতি,
পাপ থেকে বিরত, আলোর পথে হাঁটে—হে মুক্তাকি, চিরসুখের দিশারী।

অহংকার-অপব্যয় তুচ্ছ, ধৈর্য ও সংযম সর্বদা সঙ্গী,
ভীত হই আল্লাহর প্রতি, সদাচরণে পূর্ণ অন্তরদৃষ্টি;
গৃহে, পথে, সমাজে—সতর্কতা ও নৈতিকতা সর্বত্র,
মুক্তাকি হোক আলোর পথে, জীবন হোক দীপ্তিমান, চিরন্তন।

সকল ইবাদত ও কর্মে সততা, পরিশ্রম ও ধৈর্য মিলিয়ে,
মুক্তাকি হয়ে ওঠে দুনিয়ায় দীপ্তিমান, সকলের প্রিয় বান্দা;
হৃদয়ের নীরবতা, আত্মার আলো, নৈতিকতার দ্যুতি—অমল অমর,
সৎ পথে চলা, সদাচরণে পূর্ণ—আল্লাহর প্রিয় বান্দা, হে মুক্তাকি।

ফুল-বনে, পাথরে, শহরে, সবখানে সে সতর্ক,
আলো-ছায়ার মাঝে ভাসে আল্লাহর স্নেহময় প্রকাশ;
প্রতিটি ধাপে, প্রতিটি নিঃশ্বাসে, ভয় ও বিশ্বাস জাগে,
মুক্তাকি—সত্যের পথিক, দুনিয়ার আলোয় দীপ্তিমান।

হায় লোভী মানব! তব চাহিদায় মিশে না যায় মুক্তাকির গান,
পাপ-চাক্রী, ধন-লালসা সব তুচ্ছ, তব মনে স্থির ভয়ভূমি;
মুক্তাকি তব জীবন হোক আলোর সাগরে অমল,
সদাচরণে পূর্ণ, ধৈর্য, সংযম ও ইবাদতে নিত্য দীপ্তিময়ী।
*****************************************************


২৮-১০-২০২৫

মানবিক পুলিশ

 মানবিক পুলিশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************

দেখিনু জনতার ভিড়ে, নীল জ্যোৎস্নার রাতে,
মানবতার দীপ জ্বলে অন্ধকার প্রাতে।
বুকে পুলিশ-চিহ্ন, তবু নয় ভয়প্রদ,
হৃদয়ে সহানুভূতি, নয় রাগে জড়।

হাতে শৃঙ্খলার দন্ড, তবু মমতায় ভরা,
দুঃখীর ডাকে ছুটে যায় দেরি না ধরা।
বৃদ্ধের কাঁপা হাত ধরে রাস্তা পাড়ি দেয়,
অসহায় শিশুর চোখে মমতার আলো ছড়ায়।

সেবাই যার ধর্ম, দায়িত্ব যার প্রাণ,
অপরের বিপদে ঝাঁপায়, করে না হিসাব-জ্ঞান।
গুলিস্তানের ব্যস্ত নগর, যানবাহনের ঢল,
সেখানে তিনি পাহারাদার, জনতার মঙ্গলতরল।

নলগাঁওয়ের মাটির টান রক্তে বয়ে যায়,
মানবিকতার বাতাসে হৃদয় ভরে যায়।
যে আসবে এলাকাবাসী, দরজায় দাও নক,
সহায়তার হাত বাড়াবে, বলবে— “আল্লাহর হক।”

সুবর্ণ দেউলের মতো উঁচু নৈতিক শির,
যশ নয় লক্ষ্য, মানবসেবাই অধীর।
বলিলেন বিবেক যেন মৃদু হেসে তায়—
“এমন সেবকই মানবতার অলৌকিক মহিমায়।”
-----------------------------------------------------


এ লজ্জা কার?

 এ লজ্জা কার?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাটমকাপাসিয়া,গাজীপুর
*************************************************

কাপাসিয়ার তটে, মৈশন গাঁয়ের পথে,
প্রভাতের শিশির ভেজে ইতিহাসের বুক,
যেথা একদা ধ্বনি তুলেছিলো মাইকের রথে,
তাজউদ্দীনের ভাষণ জ্বালায় আশার শ্লোক।

সেই চারজন বীর— জাহান্দার, হজু, দৌলত, মিয়া,
মাথায় মাইক তুলে ছুটে যেতেন সভামঞ্চে,
চার্জহারা ব্যাটারি কাঁধে নিয়ে প্রিয়া,
রাত কাটাতেন রেলঘরে, মশার দংশনে।

তখনো ছিলো না বিদ্যুৎ, না অর্থ, না খ্যাতি,
ছিলো শুধু মুক্তির ডাক, স্বাধীনতার জ্যোতি,
তবু ওরা দিয়েছিলো প্রাণের আনুগত্য,
সোনালী দিন গিয়াছে— পড়ে আছে স্মৃতি।

আজ প্রিয় বাংলাদেশ কংক্রিটে দাঁড়ায় দৃঢ়,
স্বপ্নে সোনার তরী ভাসে, গগনে নীল ধ্বনি,
তবু সেই বৃদ্ধ মিয়া, লাঠিতে ভর দিয়া,
দাঁড়ায় লজ্জায়, হে মানব! কিসের গৌরবগান ধ্বনি?

তাজউদ্দীনের সাথী— বঙ্গতাজের ছায়া,
দুর্জয় সে মাইকম্যান, ইতিহাসের দোভাষী,
যার কণ্ঠে একদিন জেগেছিলো মহাকাব্য,
আজ কাঁপে ক্ষুধায়, ব্যথায়, প্রণয়ে নিঃশেষী।

সিমিন হোসেন রিমি, মানবিক কন্যা তুমি,
খোঁজ নাও বীরের, যেথা ক্ষয়ে যায় চরণে ধূলি,
তোমারই পিতার পাশে হেঁটে যারা আনিল ভুমি,
তাদেরই বুক আজ খালি, কালের খেলায় ভুলি।

জাহান্দার মিয়া ঘুমায় ১৯৮০ তে,
ফজলুল হক ফজু গেলো ’৯৪-র রাতে,
দৌলত আলী নিঃশব্দে নিশ্বাস গুণে প্রাতে,
মিয়া উদ্দীন বেঁচে, কেবল মৃত্যুর প্রহরে।

হে জাতি! আজ বলো তবে— এ লজ্জা কার?
যে বীর রেখেছিলে তোর স্বাধীনতার দোর,
সে আজ দাঁড়িয়ে ক্ষীণ, অশ্রুতে অপরাধী,
হে বাংলাদেশ! তুই কি ভুলেছিস তার চোর?

“ইতিহাসের সোনালী পাতা আজ কেবল ঝরা,
তবু সেই পাতা থেকেই উঠে আসে প্রশ্ন —
এ লজ্জা কার?”
------------------------------------


২৮-১০-২০২৫

স্পেশাল পিপি

 স্পেশাল পিপি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

সতত, হে স্মৃতি তুমি জাগো মোর মনে,
সতত উচ্চারিত নাম ফজলুল কাদের।
সতত যেমন ভোরে সূর্য ওঠে গগনে,
জ্বালাও তেমনি আলো প্রজার অন্তরে,
তোমারে ভাবি হে বন্ধু নিরব প্রহরে।

ডুমদিয়ার মাটি আজও কাঁদে তব তরে,
টোক ইউনিয়নের গর্ব তুমি ছিলে ঘরে ঘরে।
কাপাসিয়ার মাঠে বাজত তব ন্যায়ের বাণী,
কমিউনিস্ট নেতা হয়েও জনতার প্রাণে,
বয়ে আনিলে সেবার নব সুরবাণী।

আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তুমি,
সত্যের পথিক, দেশভক্তের দামী।
গাজীপুর জর্জ কোর্টে দৃপ্ত দৃঢ়বাণী,
নারী ও শিশুর পাশে দাঁড়ালে প্রাণে।
স্পেশাল পিপি তুমি, ন্যায়ের আলোকধারা,
বিচারের পথে ছিলে প্রজার আশা সারা।

আজ দুপুরে হঠাৎ থেমে গেলে হে প্রাণ,
স্ট্রোকের ছোঁয়ায় নিভে গেল তব দীপের টান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—
এই শোকভরা ধ্বনি বাজে গাজীপুরের গগনে,
কাঁদে কাপাসিয়া, কাঁদে জনতা মিলনে।

তুমি গেলে তবু রইলে বিশ্বাসের বুকে,
প্রজার হৃদয়ে জ্বালো আলোর শিখা সুখে।
তোমার কর্মগাঁথা বাংলার ইতিহাসে,
জীবন্ত থাকবে চিরকাল প্রেরণার আশে।

আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন — আমীন,
এই প্রার্থনা বাজে প্রতিটি হৃদয় বীণ।
তোমার নাম অমল, তোমার কাজ অনন্ত,
ফজলুল কাদের ভাই, তুমি চির প্রভান্ত।
----------------------------------------


গালাগালির মঞ্চ

 গালাগালির মঞ্চ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

আশার ছলনে ভুলি কী ফল লভিলি, হায়,
গালাগালির মঞ্চে সভ্যতার ক্ষয় তাই ভাবী মনে?
রাজনৈতিক দ্বন্দ্ব, হিংসা-প্রতিহিংসার ধোঁয়া চলেছে,
ক্ষমতার লড়াইয়ে দেশপ্রেমের শূন্যতা বহে নিরন্তরে;—

স্বৈর্য আর ফ্যাসিবাদের ছায়া মুখে হাসি—হাতে লাঠি,
মঞ্চে বাজে বিদ্রোহের শঙ্কর, নাগরিক নীরব,
মন ভাঙে, হৃদয় কাঁদে, তবু আশা জ্বলে কি?
মনোনীত বর—তুমি কি সত্যের মশাল ধরিবে হাতে?

হীনতা, প্রতিহিংসা, বিদ্বেষ—সবই ছড়ায় চারপাশ,
মঞ্চের ধ্বনি কেটে যায়, সভ্যতার রাত্রি দীর্ঘ।
গালাগালির ক্ষুদ্র মণি, দীপের আলো যেন নিভে না,
স্বমন্দিরে প্রদর্শনিল বাণীর চরণে আশা।

হিংসা, স্বৈর্য, ফ্যাসিবাদ—চিরবিদায় হবে কি?
ক্ষমতার লোভে লুটে যায় প্রাণের রস, দেশপ্রেম নিঃস্ব।
নাগরিক কণ্ঠে বাজুক বিদ্রোহের সুর—হায়,
মঞ্চ থেকে জ্বলে উঠুক সত্য, ন্যায় ও মানবতার আলো।

বেশ কতো দিন এই হীন লড়াই, দুঃখের কুয়াশা,
শুধু হানাহানি, বিদ্বেষ, অন্ধকারে জলের মতো ছলনা।
মনোনীত বর—যদি সত্যের মশাল ধরিলে হাতে,
বিকৃত ভাষার বিষ ধুয়ে যাবে, মঞ্চে ছড়াবে মুক্তির দীপ।

হৃদয়ে শক্তি জাগাও, ভবিষ্যতের পথ আলোকিত কর,
হিংসা, প্রতিহিংসা, স্বৈর্য—সবই কাটাও, বিদ্রোহী বাণী দিয়ে।
গালাগালির মঞ্চ হোক শিক্ষা, সত্যের দীপশিখা—
অবিচল, অদম্য, চিরন্তর, সভ্যতার পুনর্জাগরণে।
-----------------------------------------------


২৮-১০-২০২৫

শিক্ষক ও সাংবাদিক

 শিক্ষক ও সাংবাদিক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
জীবন বৃত্তান্ত
---------------------------

নাম: মোহাম্মদ মনজুরুল হক গাজী
পিতা: মরহুম মিয়া হোসেন
মাতা: মরহুমা জুবেদা খাতুন
গ্রাম: ডুমদিয়া (উত্তর পাড়া)
ডাকঘর: ডুমদিয়া
ইউনিয়ন: টোক
উপজেলা: কাপাসিয়া
জেলা: গাজীপুর, ঢাকা

শিক্ষা জীবনের ধারা:
-------------------------------

প্রাথমিক: উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাধ্যমিক: টোক রণেন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৮২-১৯৮৫)

উচ্চ মাধ্যমিক: সালনা নাসির উদ্দীন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, গাজীপুর সদর (১৯৮৬-৮৭)

এসএসসি: ১৯৮৮

কলেজ: শরীফ মোমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজ, কাপাসিয়া (এইচএসসি - ১৯৯০)

বিশ্ববিদ্যালয়:

বিএসএস (সম্মান/অনার্স), রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯৩

এমএসএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯৪

বিষয়: অর্থনীতি

পেশা:
----------------------------

শিক্ষকতা: সিনিয়র প্রভাষক (সহকারী অধ্যাপক আবেদিত), শামসুল হক মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসা, গফরগাঁও, ময়মনসিংহ

সাংবাদিকতা:
----------------------------

গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ

রিপোর্টার ও জেলা প্রতিনিধি, মাসিক ম্যাগাজিন শিক্ষাতথ্য ও shiksha totthow.com

পারিবারিক জীবন:
--------------------------------

৭ ভাই, ১ বোনের মধ্যে সর্বকনিষ্ঠ

১ ভাই পরপারে, ৬ ভাইয়ের মধ্যে ৫ জন গ্র্যাজুয়েট

স্ত্রী: গ্রাজুয়েশন শেষ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

সন্তান: ৩ জন (বড় মেয়ে: ষষ্ঠ শ্রেণি, মেজো ছেলে: চতুর্থ শ্রেণি, ছোট ছেলে: প্রথম শ্রেণি)

ঠিকানা:

অফিস: ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি, জামে মসজিদ কমপ্লেক্স, টোক, কাপাসিয়া, গাজীপুর

হাউজ: ১০৮/এ, হাবিবুল্লাহ সরণি, গাজীপুর সিটি করপোরেশন রোড, জয়দেবপুর, গাজীপুর -১৭০০

যোগাযোগ:

মোবাইল: ০১৭১৮৫৭৩২২২

ইমেইল: mmhgazi1972@gmail.com

রক্তের গ্রুপ: B+

মন্তব্য:
শিক্ষার মৌলিক তিনটি উদ্দেশ্য:

চিন্তা-চেতনার বিকাশ ঘটানো

********************************************************************

শিক্ষক ও সাংবাদিক
-----------------------------------------

কে তিনি— শ্রেণিকক্ষে বসে মননে দীপ জ্বালান,
কবে মোরে কলমে জ্ঞান-বীণার আলো ছড়ান?
শিক্ষার জগতের অন্ধকারে আলো ছড়িয়ে দেন,
ছোটদের চোখে জাগান আশা, মননে সত্যের প্রেরণা।

সেই তিনি— কলম হাতে, সংবাদপত্রে সত্য প্রকাশ করেন,
অন্যায়ের দানব ভেঙে, নিপীড়িতের কণ্ঠ শোনান।
শব্দে শব্দে যেন বাজে মুক্তির ধ্বনি,
সত্যের দীপ জ্বলে, অন্ধকার দূর হয় ধীরে ধীরে।

শিশুর কৌতূহল যেন চন্দ্রবদনের দীপ,
অর্থনীতি, ইতিহাস, জীবন-মূল্য সব শেখান তিনি।
মনঃ-কমলেতে বসান জ্ঞান-বীজ,
ভাবের অরণ্যে ফোটায় আশা, সততার কুসুম।

তিনি বলেন— “জ্ঞান শুধু পড়ার নয়, মননে রাখতে হয়,
সত্য, ন্যায়, মানবতা—এই পথে চলতে হবে।”
শিশুরা শুনে, বোঝে, চিত্তে বাজে সুর,
জ্ঞান ও সততার দীপ জ্বলে, জীবন হয়ে যায় পূর্ণ।

শিক্ষক ও সাংবাদিক, দুটি পরিচয় তাঁর মহিমা,
কলমে ঝরে আলোর ধারা, পাঠ্যপুস্তকে জ্বলে প্রজ্ঞা।
শব্দে শব্দে যেন বাজে নন্দনের সুর,
নন্দন-কানন থেকে আসে মানুষের মন জাগানো রূপ।

পত্রিকার পাতায় তিনি তুলে ধরেন দুঃখ-সুখের কথা,
অন্যায়, শোষণ, দাসত্ব সব ভেঙে দেন সত্যের তরঙ্গে।
মানুষের হৃদয়ে বাজে আশা, ভর করে শক্তি,
সত্য ও ন্যায়ের দীপ জ্বলে, অমলিন, চিরন্তন।

শ্রেণিকক্ষে তাঁর পদচারণা বজ্রঝড়ের সদৃশ,
শিশুরা দেখেন, শিখেন, বোঝেন প্রজ্ঞার আলো।
কলমের শাখায় ঝরে সততা, খাতার পাতায় জ্বলে ন্যায়,
জীবনের অরণ্যে উজ্জ্বল হয় শিক্ষার দীপ।

তিনি চলেন দিনে-রাতে, ক্লাসে বা প্রতিবেদনে,
সত্যের দীপ জ্বালান, অন্ধকার ভেঙে আলো ছড়ান।
শিক্ষার্থীর চোখে উজ্জ্বল হয় প্রজ্ঞা,
জনগণের হৃদয়ে জ্বলে ন্যায় ও মানবতার দীপ চিরকাল।

তিনি হাসিমুখে বলেন— “সত্যই জীবনের অমলিন পথ,
মননে আস্থা, চিত্তে ন্যায়, হৃদয়ে মানবতা রাখতে হবে।”
শিশুরা শুনে, বোঝে, পথ চলা শিখে,
জ্ঞান ও সততার দীপ জ্বলে, জীবনের আলো হয়ে যায়।

শিক্ষক ও সাংবাদিক, জীবনের দুই মহিমা পরিচয়,
কলম, খাতা, সংবাদ, পাঠ্যপুস্তক— সব দিয়ে দীপ জ্বালান।
তিনি পথ দেখান, আশা জাগান, মানুষের মন উজ্জ্বল করেন,
মানবতার দীপ জ্বলে, জ্ঞান ও ন্যায়ের পথে চিরন্তন।
------------------------------------------------


২৮-১০-২০২৫

বেহেস্তের বাগান

 বেহেস্তের বাগান

কলমঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
---উৎসর্গঃ মাসুম মার্কেটে ওয়াজের আয়োজকদের
**********************************************************

এসো হে এসো হে, মুমিন! বেহেস্তের বাগান,
ওই ডাকিছে শুনো হে—তৌহিদী প্রাণ-মুসমান।
নূরের আলোয় জাগিছে মাসুম মার্কেটের ময়দান,
শোনো হে শোনো! হুজুরের ওয়াজ—ইমানের গান।

ঘোষণা দাও হে! এই মাহফিল আলোয় ভরা ভূমি,
শোনো হে মুমিন, শোনো হে মুসলমানের ধূমি।
আত্মাকে করো তাজকিয়া, দাও আলোর বাণী,
বেহেস্তের বাগান—মুক্তির পথ এই ওয়াজের জানি।

আল্লাহু আকবার! উফ! হৃদয় জ্বলো,
ইমানের দীপ জ্বলো, আলোর পথে চলো।
আল্লাহু আকবার! উফ! দাও আলোর বাণী,
বেহেস্তের বাগান হোক অন্তরে অনন্তি।

অযথা ঘুরো না, এদিক সেদিক পথ ঘাটে দোকানে,
শোনো হে শোনো! হুজুরের ওয়াজ—তৌহিদের স্লোগানে।
বলো হে তুমি, আল্লাহ’র গোলাম, দাসত্বে মহিয়ান,
ওহে বলো, জীবনের পাথেয়—কোরআনুল করিম।

এসো হে এসো মুমিন, মাসুম মার্কেট ময়দানে সবে,
বল হে একই সুরে, বেহেস্তের বাগান দিয়েছে রবে।
এসো হে এসো মুমিন, দান করো হে মসজিদ নির্মাণে,
বলো হে তুমি নহে কৃপণ, দুঃস্থ, অসহায় এতিমের বন্ধনে।

আল্লাহু আকবার! উফ! হৃদয় জ্বলো,
ইমানের দীপ জ্বলো, আলোর পথে চলো।
আল্লাহু আকবার! উফ! দাও আলোর বাণী,
বেহেস্তের বাগান হোক অন্তরে অনন্তি।

তুলো হে শ্লোগান, আল্লাহ’র বড়ত্বে একক মহিমা,
বলো হে, তাঁর জমিনে বিধান—চিরজাগ্রত অখিমা।
চলো হে মুমিন! তাগুতের শৃঙ্খল ছিঁড়ো ধ্রুবিমা,
এসো হে কোরআনের আলোয়, মুক্তি হোক অন্তরপ্রীমা।

যদিও জীবন ক্ষণিক, মৃত্যু চিরন্তন সত্য—অভিমান,
পরকালের শাস্তি কঠোর, আল্লাহর পথে হোক সম্বান।
সুর, তিলাওয়াত, ওয়াজের তাপে হৃদয় জ্বলো,
মুক্তির পথ আল্লাহর নিয়মে চলো, চলো, চলো!

এসো হে এসো, মুমিন, বেহেস্তের বাগান,
ডাকিছে শুনো হে, তৌহিদী প্রাণ-মুসমান।
নূরের আলোয় জাগো, হুজুরের ওয়াজের গান,
আল্লাহর পথে চলো, হোক অন্তরে অমল প্রাণ।
------------------------------------------------


২৮-১০-২০২৫

Monday, October 27, 2025

সাব-ইন্সপেক্টর অব পুলিশ

 সাব-ইন্সপেক্টর অব পুলিশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

ব্যক্তিগত তথ্য ও জীবনবৃত্তান্ত
--------------------------------------------

নাম: মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া
পিতার নাম: মৃত আকরাম হোসেন ভূঁইয়া (আরজো মাস্টার)
মাতার নাম: মিসেস মঞ্জোরা বেগম
গ্রাম: একুরিয়া
ডাকঘর: একুরিয়া
থানা: কাপাসিয়া
জেলা: গাজীপুর

শিক্ষাজীবন:

এসএসসি: ১৯৮৪

এইচএসসি: ১৯৮৭

বিএ: ১৯৯০ (ইংরেজি ব্যতীত)

বিএসএস: ১৯৯৬ (ইংরেজি সহ)

সরকারি চাকরি:

পদ: উপ-পরিদর্শক (Sub-Inspector)

সংস্থা: বাংলাদেশ পুলিশ
***********************************************

সাব-ইন্সপেক্টর অব পুলিশ
-------------------------------------

সাদা পোশাকে দাঁড়িয়ে, ন্যায়ের পথে চলেন,
অপরাধীকে শৃঙ্খলিত করে মানুষের সুখ ফলেন।
প্রহরী নয়, তিনি শহর ও গ্রামের ছায়া,
সততার দীপ্তিতে উজ্জ্বল হয় তাঁর প্রত্যয়।

মানুষের পাশে, নিঃসঙ্গের ভরসা হয় তিনি,
নিয়মে অটল, সাহসে অনন্য, ন্যায়ের রাশিদনি।
অপরাধের অন্ধকারে আলো বয়ে আনেন,
নিরীহ মানুষের প্রাণে আশা ছড়িয়ে দেন।

মহান আল্লাহ, তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করো,
সাহসী জীবনকে স্বর্গের ফুলে ভরিয়ে দাও।
প্রার্থনা ওঠে হৃদয় থেকে, আমিন বলি আমরা,
যেন তাঁর প্রতিটি কাজ আল্লাহর কাছে কবুল হয়।

সত্যের পথে চলা, দায়িত্বে অটল থাকা,
মানুষের সেবা করা, অপরাধকে শৃঙ্খলিত করা।
সাহসী পদচারণে আইন ও ন্যায় প্রমাণিত হয়,
বাংলাদেশ পুলিশের নাম উজ্জ্বলভাবে গাওয়া হয়।

অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো তাঁর আত্মার পরিচয়,
নিরীহদের পাশে থাকা, মানবিকতার প্রমাণ যা।
মহান আল্লাহ, জান্নাতের উঁচু প্রান্তে রাখুন তাঁকে,
চিরশান্তি ও আনন্দে ভরে উঠুক প্রতিটি ক্ষণ।

আমিন, আমিন, হৃদয়ের গভীর থেকে উঠুক প্রার্থনা,
সত্য ও ন্যায়ের পথে তিনি হোক চিরদিনের দৃষ্টান্ত।
বাংলাদেশের জনতার জন্য চিরকাল অনন্য আলো,
সাহস ও সততার মিশ্রণে জীবন হোক পূর্ণ আলো।
---------------------------------------------------------------------------


২৭-১০-২০২৫

সিনিয়র সাব-এডিটর

 সিনিয়র সাব-এডিটর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
তথ্য অংশ
--------------------------

নাম: মোহাম্মদ আল-মামুন
পিতা: মৃত আব্দুল হালিম
মাতা: মৃত রাজিয়া খাতুন
গ্রাম: সালুয়াটেকী
ডাকঘর: টোক নয়ন বাজার
ইউনিয়ন: টোক
উপজেলা: কাপাসিয়া
জেলা: গাজীপুর

শিক্ষা:

প্রাথমিক সমাপনী: ১৯৮৭, টোক সরকারি প্রাথমিক বিদ্যালয়

এসএসসি: ১৯৯৩, টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়

এইচএসসি: ১৯৯৫, ঢাকা কলেজ, ঢাকা

বিএ (অনার্স): ১৯৯৯, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

এমএসএস: ২০০০, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

কর্মজীবন:

বর্তমান: সিনিয়র সাব-এডিটর ও শিফট ইন-চার্জ, দৈনিক ইত্তেফাক, ঢাকা

সম্পাদক: ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ঢাকা

সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক: ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা

রক্তের গ্রুপ: O+
*********************************
সিনিয়র সাব-এডিটর
--------------------------------

পত্রপত্রিকায় বসে, শব্দের দেশে যাযাবর,
প্রত্যেক খবরে খুঁজে সত্য, অক্ষরের মাঝে নবর।
রাত্রির নিঃশব্দে পাহারা, দৃষ্টি রেখা অদম্য,
প্রতিটি কলমের ছোঁয়ায় জ্বলে আলো অমর্য্য।

স্তবক ২:
সাক্ষাৎকার, প্রতিবেদন, গল্পে গল্পে মানবতা,
প্রজ্ঞা ও সততার মিশ্রণে ফুটে ওঠে সততা।
কালো অক্ষরের পৃষ্ঠায়, প্রাণ ফোটে পত্রিকায়,
তাঁর ছন্দে শব্দেরা হয় জীবন্ত, খবর হয় প্রাণে সায়।

স্তবক ৩:
সভায় বা মঞ্চে, অভিজ্ঞতার দীপ্তি ঝরে,
শিক্ষা ও মানবিকতার আলো পথে যাত্রা সংযোজে।
রাতের অন্ধকারেও বসে, রাখেন সংবাদ পাহারা,
প্রত্যেক পাতায় সত্যের প্রদীপ জ্বলে, ঝলমল করে তার ধারা।

শব্দের খেলায় দক্ষ, ব্যস্ততা যেন শিল্প,
প্রতিবেদনে সত্যের প্রতিফলন, তাঁর হাতে চিরমিল।
সংবাদপত্রের হৃদয় তিনি, নিঃশব্দ যোদ্ধা প্রতিদিন,
সমাজের দর্পণে, বয়ে দেন অমোঘ সত্যের চিন।

সিনিয়র সাব-এডিটর নামের ছত্রে, লুকানো আছে শ্রম,
কাগজে-কলমে নয়, মানবিকতায় ফুটে অভিজ্ঞতার ধ্বনিম।
প্রতিটি লেখায় সততা, প্রতিটি খবরের ছায়ায় মানবতা,
প্রশান্ত মন, দৃঢ় আত্মা, পত্রিকার প্রাণে অমৃততা।
-------------------------------------------


২৭-১০-২০২৫

স্টাফ রিপোর্টার

 স্টাফ রিপোর্টার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************************

নাম: শেখ সফিউদ্দিন আহম্মদ জিন্নাহ্
পিতা: শেখ তমিজ উদ্দিন আহ্মদ খোকা (গাজীপুরের প্রবীণ সাংবাদিক)
গ্রাম: তরগাঁও (বর্তমানে সাফাইশ্রী), কাপাসিয়া, গাজীপুর
শিক্ষা:

এসএসসি: ১৯৯৬, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

এইচএসসি ও বিএসসি: টঙ্গী সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়

মাস্টার্স: রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়
পেশা: সাংবাদিকতা

স্টাফ রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন

নিউজ ২৪ টিভি
অতিরিক্ত দায়িত্ব ও সম্মাননা:

ভারপ্রাপ্ত সম্পাদক, কাপাসিয়ার একমাত্র পত্রিকা শীতলক্ষ্যা

সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম

সাবেক সহ-সম্পাদক, গাজীপুর প্রেসক্লাব

সাংবাদিকতায় কয়েকটি দেশ সফর ও বিদেশে বিশেষ সম্মাননা
******************************************************
স্টাফ রিপোর্টার ভাব
---------------------------------------

কলমের ধারায়, সত্যের খোঁজে দৌড়াই সে,
পত্রিকার পাতা সে জাগ্রত রাখে দিনের পর দিন।
গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে,
কোথাও দমকে না, কোথাও থমকে না।

শহর রাস্তায়, গ্রামের মাঠে,
সত্যের খোঁজে পা রাখে, চোখে মেলে গল্পের জ্যোতি।
সংবাদপত্রের পাতায় জীবনের ছবি আঁকে,
প্রকাশ করে নিঃশব্দ মানুষের আশা, দুঃখ, ব্যথা।

রাতের অন্ধকারেও, তিনি রেখেছেন দ্যুতি,
কলমের মাধুর্যে, সত্যের আলো ছড়ায় অনাবিল।
সাংবাদিকতার ধারা যেন নদীর মতো বয়ে চলে,
প্রতিটি খবর, প্রতিটি শব্দ হয়ে ওঠে জনগণের ধ্বনি।

স্টাফ রিপোর্টার, শুধু পেশা নয়,
এটি হলো আহ্বান, এটি হলো জীবনদর্শন।
কলম হাতে সত্যকে জাগিয়ে রাখতে চায়,
প্রতিটি লেখা যেন জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
-----------------------------------------------


২৭-১০-২০২৫

নারীর অহংকার

 নারীর অহংকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*********************************************

ব্যক্তিগত তথ্য:
------------------------------------

নাম: কোহিনুর খানম

পিতার নাম: মোঃ কায়কোবাদ খান (মৃত)

মাতার নাম: আনোয়ারা বেগম (মৃত)

ধর্ম: ইসলাম

ব্লাড গ্রুপ: O+

গ্রাম: ধরপাড়া

ডাকঘর: নলগাও

ইউনিয়ন: চাদপুর

থানা: কাপাসিয়া

জেলা: গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা:

প্রাথমিক শিক্ষা: ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাধ্যমিক শিক্ষা (এসএসসি): বি এ আর আই উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর, গাজীপুর

উচ্চ মাধ্যমিক শিক্ষা (এইচএসসি): ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রনিক টেকনোলজি): মহিলা পলিটেকনিক ইনষ্টিটিউট, ঢাকা

বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং - ইইই): ডুয়েট, গাজীপুর

পেশা ও অভিজ্ঞতা:
---------------------------

পদবী: ব্যবস্থাপক

বিভাগ: ইঞ্জিনিয়ারিং ডিভিশন

প্রতিষ্ঠান: পেট্রোবাংলা, পেট্রোসেন্টার, ৩ কাওরানবাজার, ঢাকা

অন্যান্য তথ্য:
-----------------------------------

কম্পিউটার ও প্রযুক্তি জ্ঞান

নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা

ব্যক্তিগত গুণাবলী: দায়িত্বশীল, পরিশ্রমী, নৈতিক
*****************************************************
নারীর অহংকার
-----------------------------------------------

নদীর ধারা যেন তার পদচারণায় নেমে আসে,
শহরের কোল ঘেঁষে, গ্রাম-ঘাটের আলোয় মিশে যায়।
ব্যবস্থাপক, ইঞ্জিনিয়ারিং ডিভিশনে নিখুঁত নিখিল,
পেট্রোবাংলার করিডরে লিখে যায় নিষ্ঠার গল্প।

পাহাড়ের ছায়া, বৃক্ষের ডালি, সবুজে সবুজে,
প্রকৃতির স্পর্শে হৃদয় খুঁজে নেয় শান্তি।
সাহিত্য-মনের উন্মুক্ত ডানায় উড়ে যায় ভাব,
কলমে ফোটে জীবনের অমোঘ সত্যের ছবি।

দর্শনের গভীরে তার চোখ খুঁজে পায় আকাশ,
বিজ্ঞান-প্রযুক্তির পথে রাখে সতর্ক পা।
দেশপ্রেমে উজ্জ্বল তার অন্তরের দীপ্তি,
মানবতার জন্য নেমে আসে অদম্য প্রাণ।

শহর-গ্রাম, নদী-পর্বতের প্রতিটি পথ,
তার চিন্তা-ধারায় বাঁধা, জীবনের সেতু।
পরিশ্রমী নারী, স্বপ্নের সঙ্গে অটল,
অহংকার শুধু নাম নয়, অন্তরের দীপ্তি।

নীরবতা, কল্পনা, বাস্তবতার মেলবন্ধন,
প্রকৃতি, দেশ, মানবতা, বিজ্ঞানের মিলনমেলা।
নারীর অনন্য গুণাবলী হয়ে ওঠে নদী,
বাতাসে, ছায়ায়, চাঁদের আলোয়—চিরন্তন স্রোত।

কোথাও বাতাসে, কোথাও ছায়ায়, কোথাও আলোয়,
তার অস্তিত্ব বলে—“আমি আছি, আমি পথ দেখাই।”
শিক্ষা, সেবা, প্রজ্ঞা ও নৈতিকতার ছোঁয়া,
জীবনের প্রতিটি ক্ষণে, অনুপ্রেরণার দীপ্তি।

প্রকৃতি মিলে যায় তার অন্তরের সাথে,
মানবতার হাসি হয়ে বাজে তার হৃদয়ে।
দেশের জন্য আগুন জ্বলে, আলো ছড়িয়ে যায়,
নারীর অহংকার—কোহিনুর খানমের গল্প অবিরাম।
-----------------------------------------------


২৭-১০-২০২৫

উদ্যমী নেতা

 উদ্যমী নেতা

----------------------------------
পরিচিতি:
-------------------------------
নাম: মোঃ হাবিবুর রহমান ভূঁঞা
ডাক নাম: বাবুল
পিতা: মরহুম মোঃ ইছরাইল ভূঁঞা
মাতা: মরহুমা যবেদা খাতুুন
জন্ম: ০১ মার্চ, ১৯৬৬
স্থায়ী ঠিকানা: গ্রাম-পাঁচুয়া (নামাপাড়া), ইউপি-টোক, উপজেলা-কাপাসিয়া, জেলা-গাজীপুর

পেশা:
----------------------
অধ্যক্ষ, একেএম রহমত উল্লাহ কলেজ, বেরাইদ, বাড্ডা, ঢাকা-১২১২
(উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পাঠদানকারী প্রতিষ্ঠান)

শিক্ষাগত যোগ্যতা:
----------------------------
-

এসএসসি: ১৯৮১, চরদুর্লভ খাঁন আঃ হাই সরকার উচ্চ বিদ্যালয়, বারিষাব

এইচএসসি: ১৯৮৪, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা

বি.কম (অনার্স): ১৯৮৭, ঢাকা বিশ্ববিদ্যালয় (জগন্নাথ কলেজ), ব্যবস্হাপনা

এম.কম: ১৯৮৯, ঢাকা বিশ্ববিদ্যালয় (জগন্নাথ কলেজ), ব্যবস্হাপনা

এলএলবি: ১৯৯৫, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা সিটি ল’ কলেজ)

সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড:
-------------------------------------------

সহ-সভাপতি, বাকবিশিস, ঢাকা মহানগর

সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা প্রবাসী কাপাসিয়া উপজেলা কল্যাণ সমিতি

সাবেক প্রচার সম্পাদক, কাপাসিয়া-মনোহরদী সাংস্কৃতিক সংগঠন

সাধারণ সম্পাদক, স্বপ্নিল প্রফেসর্স এসোসিয়েশন, বাড্ডা, ঢাকা

সভাপতি, সাইদনগর প্লট ওনার্স এসোসিয়েশন, ভাটারা, ঢাকা

প্রতিষ্ঠাতা, বেরাইদ মডেল স্কুল, বাড্ডা, ঢাকা; মার্শাল আইডিয়াল স্কুল, ভাটারা, ঢাকা

সাবেক উপাধ্যক্ষ, একেএম রহমত উল্লাহ কলেজ

প্রভাষক (সাবেক), ব্যবস্হাপনা, গুলশান কলেজ, ঢাকা

বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক সংগঠনের সঙ্গে জড়িত
********************************************************
উদ্যমী নেতা
----------------------------------
নেতার পদধ্বনি বাজে অশান্ত রাতে।
শিক্ষার দীপ জ্বেলে দুঃসময়ে হাতে।
মোঃ হাবিবুর রহমান ভূঁঞা পথপ্রদর্শক।
ছাত্র-ছাত্রীর মনে জাগে সাহস ভরপুর।

সংগঠনের চাকা ঘুরে তেজস্বী জোয়ারে।
স্বপ্নিল প্রফেসর্সে জাগে দেশপ্রেমে।
ভাটারা, সাইদনগরে বাজে তার পদধ্বনি।
প্রেম, ন্যায়, সততা মিশে অটল ধারা।

মডেল স্কুলে আলো ছড়ায় নিরন্তর।
মার্শাল স্কুলে অন্ধকার কেটে যায় দূর।
সহ-সভাপতি, সম্পাদক—দায়িত্ব সব সামলে।
সমাজসেবা তার কাজে ভরে প্রতিটি কামলে।

সাইদনগরের প্লট ওনার্স গড়ে ভরসা।
প্রজ্ঞা, সাহস, নেতৃত্বে বিপ্লবী ধারা।
মোঃ হাবিবুর রহমান ভূঁঞা, উদ্যমী নেতা।
শিক্ষা, সমাজ ও মানুষের জন্য অমলিন আলো।

অধ্যক্ষতা, সংগঠন, সমাজসেবা মিলিয়ে।
ছাত্র-ছাত্রীর দিশারী, সত্যপথে দাঁড়িয়ে।
নেতৃত্বে তার তেজ, বিপ্লবী ধারা ভাসে।
মোঃ হাবিবুর রহমান ভূঁঞা—আলোর বাতি জ্বলে চিরকাল।
-----------------------------------------------------


২৭-১০-২০২৫

আসন্ন দিনের আলো

 আসন্ন দিনের আলো

------------------------------------
পরিচিতি:
-----------------------------

নাম: ফারজানা ঝুমি
পিতা: আবদুল বাতেন
মাতা: ফরিদা ইয়াছমিন
গ্রাম: রাউৎকোনা

শিক্ষাগত যোগ্যতা:

প্রাথমিক: রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

এস.এস.সি: কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (২০০২)

এইচ.এস.সি: কাপাসিয়া ডিগ্রি কলেজ (২০০৪)

বি.এ. (অনার্স) ও এম.এ.: ঢাকা বিশ্ববিদ্যালয়

এমফিল: ঢাকা বিশ্ববিদ্যালয় (অধ্যয়নরত)

পেশা: অফিসার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
রক্তের গ্রুপ: এ বি (+)
বৈবাহিক অবস্থা: বিবাহিত

অ্যাকাডেমিক ও সামাজিক কর্মকাণ্ড:

এক্স-সিইউও: ঢাকা ইউনিভার্সিটি, বিএনসিসি নেভাল উইং

আজীবন সদস্য: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আজীবন সদস্য: লাইব্রেরী অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ল্যাব)

এক্স-ছাত্রী বিষয়ক সম্পাদক: স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ কাপাসিয়া, ঢাকা (সোয়াক)
**************************************************************
আসন্ন দিনের আলো
------------------------------------------

ফারজানা ঝুমি দেখছে দেশের আলো,
সংগঠন আর নেতৃত্বে জ্বলে আশা-সদৃশ আলো।
শিক্ষিত মনে বোনা স্বপ্নের জাল,
স্মার্ট চিন্তায় ভরে নব প্রজন্মের পাল।

রোমান্টিক হৃদয় প্রেমে, দেশকে নিবেদন করে,
সাহিত্যিক ছন্দে দেশভক্তির গান বেজে ওঠে।
প্রকৃতি প্রেমিক চোখে নদী, পাহাড়, সবুজ বন,
বিজ্ঞানী মনের আলো ছড়ায় সভ্যতার দিকন।

ফারজানা ঝুমি দেশপ্রেমে মেলে হাত,
সংগঠন, নেতৃত্ব, জ্ঞান ও শক্তির বাতায়ন খুলে স্রষ্টার সাথে।
আসন্ন দিনের আলো তারে করে আলোকিত,
নতুন প্রজন্মের জন্য আশা ও প্রেরণায় উদ্দীপ্ত।

দেশের উজ্জ্বল ভবিষ্যতের পথে সে চলেছে,
চেতনা আর প্রজ্ঞার আলোকে আলিঙ্গন করেছে।
সবুজ ভূমি, নদী-আকাশ তার চোখে জ্বলে,
ফারজানা ঝুমি দেশের জন্য আনে নতুন আলো খেলে।
-----------------------------------------


২৭-১০-২০২৫

বরণ্য ব্যক্তিত্ব

 বরণ্য ব্যক্তিত্ব

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

ইন্না লিল্লাহি… শোনো, ইতিহাস স্তব্ধ,
চিরন্তন নিঃশ্বাসে হারালো প্রিয় অধ্যক্ষ।
কাপাসিয়ার গর্ব, শিক্ষক ও বিদ্বান,
বরেণ্য কাজী এম এ কাদের, স্মৃতিতে অম্লান।

০১/০৪/২০২২, দুপুর সাড়ে ১১টায়,
ঢাকার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
৯৫ বছরের জীবন, গর্বে পূর্ণ,
শিক্ষা, সমাজ, মানবতার প্রদীপে ঝর্ণা ন্যূন।

বহুমুখী প্রতিভার অধিকারী, সৃষ্টিতে অমিয়,
সাতটি কলেজ প্রতিষ্ঠায় রেখেছেন দীপ্যরশ্মি।
বঙ্গতাজ কলেজ, খিরাটি, জ্ঞানের জ্যোতি,
জামালপুর কলেজ, কালিগঞ্জ, উজ্জ্বল প্রদর্শন।

পলাশ শিল্পাঞ্চল কলেজ, নরসিংদী মনোহর,
কেরানীগঞ্জ মহিলা কলেজ, শিক্ষার ভোর।
শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ, ঢাকা,
শহিদ স্মরনিকা কলেজ, মতিঝিল, জ্ঞানের ভরা পাথ।

ইস্পাহানি কলেজ, ঢাকা, তরুণ প্রজন্মের দীপ,
মরহুমের প্রেরণায় জ্বলে আলোর ক্ষণক্ষিপ।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা,
পরম করুনাময়, জান্নাতুল ফেরদৌস দান করুন প্রিয় মানুষে।

শ্রদ্ধার আলো চিরমধুর, স্মৃতির ঝর্ণাধারা,
কাজী এম এ কাদেরের নাম চিরন্তন, অমোঘ প্রভা।
--------------------------------------


২৭-১০-২০২৫

আইনজ্ঞ ও সেবক

 আইনজ্ঞ ও সেবক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************

শিরোনাম: মোঃ ইমাম হোসেন

পূর্ণ নাম: মোঃ ইমাম হোসেন

পিতার নাম: মোঃ আব্দুর রহমান

মাতার নাম: নূরজাহান বেগম

গ্রাম: রায়েদ

পোস্ট অফিস: রায়েদ

ইউনিয়ন: রায়েদ

থানা: কাপাসিয়া

জেলা: গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা:

এস.এস.সি (1987): ইউনিয়ন হাই স্কুল, হাইলজুর

এইচ.এস.সি (1989): গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ

বি.এ (1992): গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ

এল.এল.বি (2010): BUBT, মিরপুর, ঢাকা

এম.এ (2012): উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা

পেশা ও দায়িত্ব:

পদবী: সহকারী সচিব (Admin-4)

সংস্থার নাম: আইন মন্ত্রণালয়, আইন ও সংসদ বিভাগ

পদস্থাপন: বাংলাদেশ সচিবালয়, রমনা, ঢাকা

সামাজিক ও প্রতিষ্ঠানগত অবদান:

প্রতিষ্ঠাতা ও সভাপতি: কালদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, রায়েদ, কাপাসিয়া, গাজীপুর

হবি: সামাজিক কাজ

যোগাযোগ:

মোবাইল: 01712529835
***************************************************************************
আইনজ্ঞ ও সেবক
------------------------------------------
রায়েদ গ্রামের সন্তান, গাজীপুরের গর্ব চির,
পিতা আব্দুর রহমান, মাতা নূরজাহান — স্নেহের পির।
কাপাসিয়ার কৃতি সন্তান, সততায় ভরা প্রাণ,
আইনের দীপ জ্বালায়, ন্যায়পথে অটল মান।

আইন মন্ত্রণালয়ে সহকারী সচিব, দায়িত্ব মহান,
প্রতিটি নথি, প্রস্তাবনা — নিখুঁত তার মানবিক মান।
সংসদে আইন প্রণয়ন, ন্যায়বিচারে দিশা দেখান,
প্রজ্ঞা ও সততায় সমাজে ছড়িয়ে দেন অমল আলোযান।


কিন্তু শুধু পদে নয়, মানবসেবায় অনন্য প্রহরী,
দরিদ্র, অসহায়, শিশু, বৃদ্ধ — পাশে দাঁড়ান চিরপ্রাণ সহকর্মী।
রায়েদ কালদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, তার সেবা-প্রয়াস,
শিক্ষা, ধর্ম, মানবতার আলো ছড়ায় নবীন প্রজন্মের অন্তরবাস।

সামাজিক কাজ, মানুষের কল্যাণ — তার হৃদয়ের মূল সুর,
দুর্যোগে সহায়তা, দান ও প্রেরণা — ছড়িয়ে দেয় নূরে পুর।
আইনজ্ঞ ও সেবক — সততা ও দানের অনন্য মিলন,
জীবন তার উদাহরণ হয়ে থাকে, সমাজে দীপ্তি অমল অন্বেষণ।

কাপাসিয়ার গর্ব, দেশের অহঙ্কার,
ন্যায় ও সেবার মিলনে — জীবন তার এক মধুর স্বর।
মোঃ ইমাম হোসেন — নামের সাথে গাঁথা সততা ও দান,
দেশ ও সমাজে তার প্রতিফলন, চিরস্মরণীয় এক প্রাণ।
-------------------------------------------------


২৭-১০-২০২৫

মানব সৃষ্টির উদ্দেশ্য

 মানব সৃষ্টির উদ্দেশ্য

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************

লা ইলাহা ইল্লাল্লাহ, নূরে ভরে দিল,
রবের প্রেমে পুড়ে যায়, গুনাহগার এই মাইল।
ইবাদতই হায়াত আমার, মাওলার সন্তোষ মান,
তাওহিদের এই নূরেই জ্বলে উঠুক পরাণ।


বিসমিল্লাহ বলে সৃষ্টি করল রব,
রহমানের রহমে খোলে দুনিয়ার সব।
কোরআনের কালামে শুনি তাঁর ঘোষণা,
“আমি বানিয়াছি বান্দা, শুধু ইবাদতের যোগে সুশোভনা।”
ইবাদতের নূরেই খোলে জান্নাতের দরজা।


তুমি খলিফা-তুল্লাহ, এই ধরার মান,
রবের প্রতিনিধি তুমি, রাখো ন্যায় আর ইমান।
দরদে-ইনসানি রাখো অন্তরে স্থান,
রহমতে আল্লাহে জ্বালো নূরের দান।


তাসবিহে গাও — সুবহানাল্লাহ,
রুহে বাজে সুর — আলহামদুলিল্লাহ।
দিলের কোরাসে ওঠে — লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কালেমাতেই লুকায় জান্নাতুল রাহ।


এই দুনিয়া ফানার ময়দান, ইমতিহানের রাহ,
মৃত্যুর পরে উঠবে হিসাবের গাহ।
যে রাখে ইখলাস, যে করে দান,
তার জন্য মেহেরবান — আল্লাহ রহমান।


দেখো আশমান, জমিন — সব তাঁর নিদান,
প্রতিটি বাতাসে শোনা যায় কোরআনের তেলাওয়াত গান।
রবের মারেফাতে জ্বালো ইমানি দীপ,
তাঁর সন্তুষ্টিতেই মুক্তি, তাঁর প্রেমেই নীপ।


হে তৌহিদি প্রাণ, ভুলিও না সেই জান,
এই জীবন ফানি, পরকালেই আসল মান।
ইবাদত করো, রাখো নূরের বিশ্বাস,
আল্লাহর সন্তুষ্টিই জীবনের আশ।


লা ইলাহা ইল্লাল্লাহ, গাও ঈমানের গান,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ — নবীর আহ্বান!
রবের সন্তুষ্টিই মানবের মাকসাদ,
ইবাদতেই লুকায় জীবনের উদ্দেশ্যবাদ।


রব্বানা তাকাব্বাল মিন্না, করো রহমত বরখা,
তুমি হো মেহেরবান, হো নূর-ই-সুবহা।
তোমার ইবাদতেই শান্তি, তোমার প্রেমেই জান,
লা ইলাহা ইল্লাল্লাহ — এই আমার গান।
--------------------------------------------------


২৭-১০-২০২৫

Sunday, October 26, 2025

সাংবাদিক ও লেখক

 

সাংবাদিক ও লেখক 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

তথ্যভিত্তিক পরিচয়

-----------------------------

জন্ম ও পরিবার:

-----------------------------

  • জন্ম: ১৯৭৬ সালের ১ জানুয়ারি

  • স্থান: কোটবাজালিয়া, কাপাসিয়া, গাজীপুর

  • পরিবার: ঐতিহ্যবাহী খান পরিবার

  • পিতা: আলহাজ্ব শামসুদ্দিন খান

  • মাতা: সাহিদা খানম

  • সন্তানসংখ্যা: ৮ ভাইবোনের মধ্যে তৃতীয়

শিক্ষা:

----------------------------

  • প্রাথমিক শিক্ষা: আলিয়া মাদ্রাসা

  • দাখিল ও আলিম: কাপাসিয়া সদর আলিম মাদ্রাসা

  • ফাজিল: রাউতকোনা ফাজিল মাদ্রাসা

  • ডিগ্রি: কাজী আজিম উদ্দীন কলেজ, জয়দেবপুর, গাজীপুর

সাহিত্য ও সাংবাদিকতা:

-----------------------------------

  • লেখা ও পড়ার আগ্রহ: জীবনের শুরু থেকেই

  • রচনা: কবিতা, গল্প, উপন্যাস, নিবন্ধ

  • প্রকাশিত গ্রন্থ:
    ১. ইতিহাস ঐতিহ্য কাপাসিয়া -১
    ২. গাজীপুর ডাইরেক্টরি (৫০০ পৃষ্ঠা, ৩ সংস্করণ)
    ৩. বাংলাদেশ ট্যুরিস্ট ডাইরেক্টরি (৫০০ পৃষ্ঠা)

  • সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয়:

    • বাংলাদেশ ট্যুরিস্ট বার্তা (সম্পাদক)

    • দৈনিক বাংলা ভূমি পত্রিকা (সহ-সম্পাদক)

  • পদবী ও সংস্থা:

    • সভাপতি: গাজীপুর মহানগর প্রেসক্লাব

    • চেয়ারম্যান: বাংলাদেশ টুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

রাজনৈতিক জীবন:

----------------------------------

  • ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত

  • বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলা ও কলেজ শাখার সভাপতি

  • জামায়াতে ইসলামী:

    • সাবেক রুকন

    • সাবেক সেক্রেটারি, মান্ডা ইউনিয়ন ও বাড়িয়া ইউনিয়ন

    • সাবেক আমীর, ভাওয়াল চাঁদপুর ইউনিয়ন, কাপাসিয়া

    • সাবেক মজলিসে সূরার সদস্য, উপজেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক

  • নির্বাচনী ও রাজনৈতিক কারণে জেলাভোগ

বর্তমান অবদান:

----------------------------

  • আমার বাংলাদেশ পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (পদত্যাগ)

  • জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-৪, কাপাসিয়া জাতীয় সংসদ প্রার্থীর সমর্থক

  • কোটবাজালিয়া আদর্শ যুব কল্যাণ সংঘের বর্তমান সভাপতি (প্রতিষ্ঠা: ১৯৭৭, গভ: রেজি: ঢ০-১৩২১)

  • কোটবাজালিয়া আশরাফুল মাদরাসার প্রধান উপদেষ্টা

  • কোটবাজালিয়া পূর্বপাড়া তাকওয়া জামে মসজিদের সভাপতি

  • ***************************************************************

    সাংবাদিক ও লেখক

    চির অদম্য, চির জ্বলন্ত!
    কাপাসিয়ার গর্ব, তারুণ্যের মশাল, বিজয়ের অগ্রসৈনিক,
    এম. আমজাদ খান চির-উন্নত মম শির!
    শিশুবেলা থেকে কলম তাঁর তীর,
    শব্দের অগ্নি জ্বলে ন্যায়বিচারের আকাশে।

    কলমে আগুন, চেতনায় ঝড়!
    আলিম-ফাজিলের দীপ জ্বলে মেধার মঞ্চে,
    ডিগ্রি অর্জন, কলমকে অস্ত্র করেছেন এম. আমজাদ খান।
    দৈনিক, সাপ্তাহিক, মাসিক—প্রকাশিত রচনা,
    ফুটে ওঠে বিদ্রোহী আলোর ঝাঁঝালো ঢেউ।

    সত্যের পথে অটল হউ!
    ইতিহাসে লিখলেন নিজের হাতের ছাপ,
    কাপাসিয়ার কীর্তি, গাজীপুরের অহংকার—এম. আমজাদ খানের অগ্নিধারা।
    ডাইরেক্টরি, ট্যুরিস্ট বার্তা, গ্রন্থে প্রকাশিত,
    দেশপ্রেম ও ন্যায়বিচারের বজ্রগর্জন প্রতিধ্বনি।

    বিজয়ের অগ্রদূত তিনি!
    ছাত্র রাজনীতির অমোঘ, অদম্য, অপ্রতিরোধ্য যোদ্ধা,
    শিবিরের পতাকা হাতে ঝড় তুললেন এম. আমজাদ খান।
    জেল-কারা, কারানির্যাতের অন্ধকার,
    হৃদয়ে অটল দীপ, চোখে বিদ্রোহী জ্বালা।

    অবিচল, অপ্রতিরোধ্য, অমিত শক্তি!
    জামায়াতে ইসলামী ও ইউনিয়ন পরিষদে—
    সেক্রেটারি, আমীর, রুকন—সত্যের দমক!
    সত্যের লড়াই, সংগ্রামে অদম্য মন,
    কারানির্যাতে জ্বলল বিদ্রোহী চেতনা এম. আমজাদ খানের।

    অগ্নি, বাণী, বিদ্রোহ!
    বর্তমান সমাজে পথপ্রদর্শক, অগ্রগামী, অটল,
    পদত্যাগের প্রজ্ঞা, সত্যের শপথ—এম. আমজাদ খান।
    জাতীয় সংসদ প্রার্থীর সমর্থক,
    যুবকল্যাণ সংঘের সভাপতি, মাদরাসা ও মসজিদের প্রেরক।

    চির অদম্য অগ্নিসৈনিক!
    সাংবাদিক, লেখক, সমাজ সংস্কারক, বিপ্লবী নেতা,
    কলম ও মঞ্চে চূড়ান্ত বিদ্রোহী—এম. আমজাদ খান।
    প্রতিবেদন, রচনা, কলমের ঝাঁঝালো আঘাত,
    প্রতিটি পদক্ষেপে আলোর বাণী, অগ্নিধারা।

    অবিস্মরণীয়, অপ্রতিরোধ্য!
    কাপাসিয়ার গর্ব, তারুণ্যের মশাল, বিজয়ের অগ্রসৈনিক,
    নজরুলীয় বিদ্রোহে চলুক অদম্য পথ—এম. আমজাদ খানের রাস্তায়।
    ইসলামের মূল্যবোধে সমাজ গড়ে তুলতে,
    প্রত্যেকটি রচনা হোক অগ্নিধ্বনি, বিদ্রোহের বার্তা।

    চির অটল, চির শক্তিশালী!
    এম. আমজাদ খান—চূড়ান্ত বিদ্রোহী, সত্যের অগ্নিসৈনিক,
    সংঘর্ষে অটল, কলম ও কণ্ঠে আগুন,
    কারানির্যাতের তীব্রতায় দৃঢ় মন,
    সত্যের শপথে চলুক বিদ্রোহের পথে অনন্ত!

    অদম্য, জ্বলন্ত, অগ্নিধারার প্রেরক!
    তিনি চিরদূর্দম, তিনি অদম্য, তিনি ঝঞ্ঝা,
    তিনি কলমের তীর, তিনি শব্দের অগ্নি,
    তিনি পথপ্রদর্শক, তিনি বিজয়ের অগ্রসৈনিক,
    তিনি এম. আমজাদ খান, তিনি চির বিদ্রোহী! 

  • ---------------------------------------------------------

মুয়াজ্জিনের ডাক

 মুয়াজ্জিনের ডাক 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

ওই ডাকছে মুয়াজ্জিন… এসো হে মুমিন…
আল্লাহর পথে জাগো… ভোরের নূরিন দিন
মিনারার চূড়ায় বাজে তাকবীরের সুর
হৃদয় ভরে ওঠে ইমানের দীপ্তি-বীর
আল্লাহু আকবার… আল্লাহু আকবার…
তৌহিদী প্রাণ… এসো প্রভুর নূরে…


ছুটো হে মসজিদ ঘরে… নামাজির বেশে
নত হও প্রভুর দরবারে… কাতারে কাতরে
তাসবীহ, দোয়া, ইক্বামতের মধুর সুর
প্রাণে জাগুক হায়াতের আলো… হৃদয়ে ভরে নূর
তৌহিদী প্রাণ… দাও অন্তর প্রভুর কাছে
জীবন হোক আল্লাহর পথে… প্রার্থনার অনন্ত ভাষা…


এসো হে মুমিন… এসো হে মুমিন…
ইক্বামতের ছন্দে মিলাও প্রাণের সুর
আযানের মধুর ডাক… হৃদয়ে বাজুক বারবার…
আল্লাহু আকবার, মুয়াজ্জিনের ডাক হোক জান্নাতের নূর
চোখে জল ঝরে… অন্তর ভরে প্রেমের স্রোত…
প্রভুর নামের আলোয় ভরে উঠুক প্রতিটি ক্ষণ…


দুপুরের সূর্যাস্তে বাজে মুয়াজ্জিনের সুর…
তৌহিদী প্রাণ এসো… দাও প্রভুর কাছে ঘুর…
কাতারে কাতারে মুসল্লি… হৃদয় একত্রিত…
প্রার্থনার জলে ভেসে যায় দুঃখ-উদাসীনিত…
সুন্দর দুনিয়ার জীবন অল্প… জান্নাতের আশা চিরন্তন
প্রভুর কাছে মিলাও আত্মা… অন্তরে জাগুক অনন্ত অনন্ত…


সন্ধ্যার আকাশে ছড়ায় আযানের আভা
রজনীর নীরবতা ভেঙে ওঠে আলোর মায়া…
মসজিদে বাজে দোয়া… প্রভুর নামে স্তব
হৃদয়ে জাগে ভক্তি… চোখে ঝরে অশ্রুবিন্দু নব
তৌহিদী প্রাণ… এসো প্রভুর দরবারে…
মুমিনের অন্তর জাগুক আল্লাহর আয়াতের ঘর


এসো হে মুমিন… এসো হে মুমিন…
ইক্বামতের ছন্দে মিলাও হৃদয়ের সুর
আযানের মধুর ডাক… প্রাণে বাজুক বারবার…
আল্লাহু আকবার, মুয়াজ্জিনের ডাক হোক জান্নাতের নূর
চোখে জল ঝরে… অন্তরে ভরে আলোর দিগন্ত…
প্রভুর নৈকট্যে মিলাও প্রাণ… জীবন হোক পূর্ণ আনন্দ ও বারাকা

--------------------------------------------------

নৌবাহিনীর চিফ অব নেভাল স্টাফ

নৌবাহিনীর চিফ অব নেভাল স্টাফ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

 ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ (ND), NBP, BCGM, ndc, psc বাংলাদেশের নৌবাহিনীর একজন বিশিষ্ট কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর চিফ অব নেভাল স্টাফ (CNS) হিসেবে দায়িত্ব পালন করেন।


 সামরিক জীবন

  • জন্ম: ১৯৫৭ সালের ২১ মে, গাজীপুর, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)

  • যোগদান: ১৯৭৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদান করেন।

  • শিক্ষা ও প্রশিক্ষণ:

    • ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ, যুক্তরাজ্য থেকে প্রশিক্ষণ

    • নেভিগেশন ও ডিরেকশন (ND) প্রশিক্ষণ, পাকিস্তান

    • ফাস্ট অ্যাটাক ক্রাফট কমান্ড ও ট্যাকটিক্স, চীন

    • স্টাফ কোর্স (psc), ঢাকা

    • ন্যাশনাল ডিফেন্স কলেজ (ndc), ঢাকা

    • ইউএস নেভাল ওয়ার কলেজ

  • কর্মকর্তা পদ:

    • BNS আবু বকর, BNS বঙ্গবন্ধু, BNS শহীদ মোয়াজ্জেম, BNS তিতুমীর জাহাজের কমান্ডার

    • বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট

    • বাংলাদেশ নেভাল ফ্লোটিলার কমান্ডার

    • চট্টগ্রাম নৌ এলাকা (COMCHIT) এর কমান্ডার

    • বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (একদিনের জন্য)

    • বাংলাদেশ নৌবাহিনীর চিফ অব নেভাল স্টাফ (২০০৯–২০১৩)


পুরস্কার ও সম্মাননা

  • নৌবাহিনী পদক (NBP)

  • বাংলাদেশ কোস্ট গার্ড মেডেল (BCGM)

  • কমেন্ডেশন পদক


 ব্যক্তিগত জীবন

তিনি শবনম আহমেদকে বিয়ে করেছেন এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন আধুনিকায়ন ও শক্তিশালীকরণের পথে অগ্রসর হয়েছিল। তিনি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

**********************************************************************

নৌবাহিনীর চিফ অব নেভাল স্টাফ

------------------------------------------------


কাপাসিয়ার ছেলে, সমুদ্রের বন্ধু,
নৌবাহিনীর পতাকা উঁচু করে তুলল।
ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ,
দেশের গৌরব, নাবিকের অনন্য সুললিত।


মাটির বুক থেকে জন্ম নিলো সে,
নদী-নালা, খোলা মাঠ—সবই তার চেনা।
শৈশবের খেলা, স্বপ্ন বাঁধল সে,
ভোরের আলোয় ঝলমল করল জীবন তারarena।


BNS আবু বকর, বঙ্গবন্ধু, তিতুমীর,
জাহাজের কসম, নাবিকের দৃঢ় প্রীর।
কমান্ডার লড়ে যায়, পথিকের মতো দৃঢ়,
প্রতিটি পদক্ষেপে বাজে নৌবাহিনীর সঙ্গীত স্বর।


ক্যাডেটের দিন থেকে চিফ অব নেভাল,
শৃঙ্খলা, নীতি, দেশপ্রেম—সব অটল চিরকাল।
NDC, স্টাফ কোর্স, ইউএস নেভাল আলো,
প্রশিক্ষণ, কৌশল—সমুদ্রের নতুন ছন্দমালা।


NBP, BCGM—পদক তার বীরত্বের চিহ্ন,
প্রশিক্ষণ ও নেতৃত্বে নেই কোন কমতি, অম্লান দৃষ্টি।
ফ্লোটিলার কমান্ডার, চট্টগ্রামের নৌ এলাকা,
প্রত্যেক পদক্ষেপে দেশের গর্ব ও আশা।


কাপাসিয়ার মাটি, দেশের হৃদয় উজ্জ্বল,
নৌবাহিনীর শক্তি, সমুদ্রের ঢেউয়ে ঝলমল।
জাহাজ, নাবিক, কমান্ড—সব মিলিয়ে ইতিহাস,
ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন—অমলিন প্রতীক আজও।


কাপাসিয়ার ছেলে, সমুদ্রের বন্ধু,
নৌবাহিনীর পতাকা উঁচু করে তুলল।
ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ,
দেশের গৌরব, নাবিকের অনন্য সুললিত।

-------------------------------------------------- সূত্র অনলাইন।


কাপাসিয়ার আলো

 কাপাসিয়ার আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************************


মরহুম কামরুল ইসলাম চৌধুরী মোখলেছ মিয়া

বাড়ী: মৈশন মিয়া বাড়ী, কাপাসিয়া, গাজীপুর।


পেশাগত জীবন

  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (DMD) ছিলেন।

  • অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার (GM) পদে দায়িত্ব পালন করেছেন।


ধর্মীয় ও সামাজিক দায়িত্ব

  • ঢাকা রামপুরা ওয়াবদা মাদরাসা ও মসজিদের সভাপতি ছিলেন।

  • কাপাসিয়া উত্তর খামের ঈদগাহ মাঠের সভাপতি ছিলেন।

  • মৈশন মিয়া বাড়ী জামে মসজিদের সভাপতি ছিলেন।


সমাজের প্রতি অবদান

  • জীবদ্দশায় কাপাসিয়া এলাকার বহু মানুষকে ব্যাংক খাতে চাকরির সুযোগ করে দিয়েছেন।

  • ছিলেন সমাজসেবক, সাহায্যপ্রবণ ও মানবিক একজন ব্যক্তিত্ব।


পরিবার

  • দুই পুত্রের জনক ছিলেন।

    • বড় ছেলে মাজহারুল ইসলাম চৌধুরী সুমন মিয়া, ঢাকায় একটি ব্যাংকে কর্মরত

    • ছোট ছেলে রাকিবুল ইসলাম চৌধুরী ইমন মিয়া, সি.ডি.বি.এল (CDBL), ঢাকা-এর মহাব্যবস্থাপক (General Manager) পদে আছেন।

    • ******************************************************************

    • কাপাসিয়ার আলো

    • কাপাসিয়ার গর্ব তুমি, আলোর দিশারী,
      মোখলেছ মিয়া নামটি রবে চিরদিনের ভারী।
      সততার শপথে গড়া, কর্ম ছিল ধর্ম,
      মানবসেবায় পেয়েছিলে তুমি জীবনের মর্ম।


      আলো তুমি, প্রেরণা তুমি, সেবার মশাল হাতে,
      জীবনের পথে রেখেছ দিশা— সত্যেরই সাথে।



      অগ্রণী ব্যাংক, মিউচুয়ালের আকাশে তুমি জয়,
      ব্যাংকিং জগতে আনলে তুমি নৈতিকতার উদয়।
      পরিশ্রমে গড়া তোমার নাম, দীপ্তিতে মহান,
      ব্যবস্থাপনায় ছিল প্রজ্ঞা, করুণারই জ্ঞান।


      চাকরি দিলে বেকার তরুণে, হাসি ফুটলো মুখে,
      তোমার নামে কৃতজ্ঞতা বাজে দেশের দুখে।


      ওয়াবদা মাদরাসা-মসজিদে বাজে তোমার স্মৃতি,
      সভাপতির চেয়ারে বসে দিতেন আলোর প্রীতি।
      ঈদগাহ মাঠে তুমি ছিলে মিলনের প্রতীক,
      মৈশন মসজিদের মিনারে গেয়ে— আল্লাহু মহান সঠিক।

      মসজিদের ছায়ায় থাকুক তোমার দোয়া,
      নূরের আলোয় ভরে উঠুক দুনিয়া মোয়া।



      সাহিত্যে ছিল মমতা, বিজ্ঞানে অনুসন্ধান,
      দেশপ্রেমে ছিল তোমার রক্তে উজ্জ্বল গান।
      তাজউদ্দিনের সহচর তুমি, মুক্তিযুদ্ধের সাথি,
      বিপ্লবী চেতনায় দীপ্ত, চিরসাহসী নাথী।


      দেশের তরে কাজ করেছো, সত্যের দিশারি,
      তোমার মতো মানুষ রবে যুগে যুগে ভারী।



      দুই সন্তান তোমার গর্ব, আলোয় দীপ্ত প্রাণ,
      সুমন আছে ব্যাংকে সেবা, ইমন নেতৃত্ব দান।
      সি ডি বি এল-এ উজ্জ্বল নাম, গর্ব পিতার ঢেউ,
      তোমার আদর্শে হাঁটে ওরা— স্বপ্নেরই সে নেউ।


      পিতার আশীর্বাদ রবে চিরদিন পাশে,
      তোমার নামেই গর্ব জাগে সন্তানের হাসে।



      আজ তুমি নও, তবু বাজে নাম ধরণীর বুকে,
      দোয়া করি— থাকো শান্তি জান্নাতের সুখে।
      নূরের বাগানে হোক তোমার চির বিশ্রাম,
      আল্লাহ দিক ফেরদৌস মঞ্জিল, রহমতের সালাম।


      আমীন বলি সকলে মিলে, দোয়ার ভাষা এক,
      কাপাসিয়ার আলো তুমি— চির নক্ষত্র রেখ।



      হে মহান আল্লাহ,
      মরহুম কামরুল ইসলাম চৌধুরী মোখলেছ মিয়া সাহেবকে
      জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
      তাঁর কর্ম, দান, দোয়া ও মানবসেবার প্রতিদান দিন অনন্ত শান্তিতে।
      আমীন।

      -------------------------------------------------------------