Sunday, August 31, 2025

আলো দাও

 আলো দাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভু, ভোরের আলো দাও অন্তরে,
অন্ধকারে লুকানো দুঃখ হোক দূরে।
শত্রুর চক্রান্ত ভেঙে যাক আলোর ছায়ায়,
অন্তরের দীপ জ্বলে সত্য ছড়াক জগায়।

রহস্যময় যাদু ক্ষতিকর ছায়া হোক দূরে,
হৃদয়ে শান্তি থাকুক, ভয় যেন না আসে।
দুষ্ট চক্ষু ও হিংসার প্রভাব দূরে থাক,
আশার বাতাস ভরে দাও অন্তর ভাবনা।

ভয় ও সন্দেহ হোক মুক্তি প্রভুর দানে,
আলোর স্রোতে ভরে উঠুক অন্তর ধ্যান।
জীবন হোক নিরাপদ, হৃদয় হোক শুদ্ধ,
দুষ্ট প্রভাব থেকে রক্ষা করো প্রভুর হাত।

সুখময় আশ্রয় হোক সব প্রানপ্রিয়দের,
প্রভু, তোমার আলো ছড়াক চিরন্তন দুনিয়ায়।

আলোর ছায়া

 আলোর ছায়া

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভু, দাও আশ্রয়, মানুষের অন্তরে অন্ধকারে,
অন্তর জ্বেলে আলো, আঁধার ভাঙুক নির্ঝরে।
হে প্রভু, দুষ্ট চক্রান্ত, ছায়ার মতো লুকিয়ে আসে,
শত্রুর সব ষড়যন্ত্র, বাতাসে মিলিয়ে দাও হরষে।

হে প্রভু, দাও মুক্তি, ভয়ঙ্কর চিন্তা ও সন্দেহে,
হৃদয় হোক শান্তি, করুণার দীপশিখা প্রবাহে।
হে প্রভু, দুষ্টতার আঁচল, অন্তর থেকে সরাও,
আলোর রঙ ছড়াক, দাও অন্তরে সুখের ছাও।

হে প্রভু, রক্ষা করো, মানুষের মনের খেলায়,
শয়তানের ছায়া ভাঙুক, সত্যের দীপে ঝলমলে আলায়।
হে প্রভু, দাও নির্ভয়া পথ, নরকের আঁধারে নয়,
আলোর ঢেউ ভাসাও, অন্তরের শান্তির উদয়।
------------------------------------------------

একত্ব

 একত্ব

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে অন্তর, জানো আল্লাহ এক, অদ্বিতীয়, অনন্ত।
কোনো সঙ্গী নেই, কোরআনের আলোয় চিরন্ত।

সে জন্ম দেয়নি, জন্মগ্রহণ করে না কভূ
মৃত্যু তার নেই কোন, সে চিরন্তন অনন্ত প্রভূ।
সকল সৃষ্টি তার নিকটে থাকে ভরসার সঙ্গম।
প্রভু একমাত্র, মহান, তার গুণ অমলম।

না সে জন্মেছে, না সে মৃত্যু মানে জানে।
হৃদয়ে আলোর দীপ জ্বেলে তাকে চিনে মানে।
সব বস্তুর অধিপতি, একমাত্র প্রভু মহান।
একত্বের জ্যোতি ছড়ায় প্রতিটি প্রাণের জান।

আল্লাহর নামে শুরু করি, কোরআনের গানে।
সত্যের পথে চলি, অন্তর ভরে জ্যোতি বাণে।
চিরন্তন প্রভুর মহিমা, অন্তরে বাজে সুর।
জন্ম-মৃত্যুর সীমা অতিক্রম করে, সে চিরন্তন নুর।

জ্ঞানদীপ

 জ্ঞানদীপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
চক্ষু কর্ণ বুদ্ধি মন সব মত্ত করি,
প্রভুর পথে ধ্রুব দীপ আলো জ্বালি।
কোরআনের আলো হৃদয় পূর্ণ করি,
রাসূলের হাদিসে জীবন পথ চালি।

দয়া প্রেম সহনশীলতা সব বুকে,
মিথ্যা অহংকার দূরে করি চুকে।
অল্প দানেও নেক সওগাত পাই,
অন্তর অন্ধকার মুছে আলোর ঝলকাই।

সত্য ন্যায় মানুষের পথে বাঁচাই,
করুণা ভালোবাসা সব দুঃখ দূর করি।
শিক্ষা জ্ঞান মানব কল্যাণে দিই,
নৈতিকতা দীপে অন্তর আলো জ্বালি।

প্রতিটি কর্ম হোক সৎ, সত্যের গান,
মানবতার পথে হোক জীবন ধ্রুব প্রাণ।
-----------------------------------------------

অন্তরায়

 অন্তরায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
------------------------------------------------
সুদ-ঘুষ যেন বিষবৃক্ষ, শোষে প্রাণ-রস,
দুর্নীতির কালো ধোঁয়ায় আচ্ছন্ন মাতৃকোষ।

গুম-হত্যা অন্ধকারে গিলে ফেলা রাত,
ন্যায়বিচার বন্দী হয়ে থাকে নিঃশ্বাসহাত।
হত্যা-শকুন ডানা মেলে রক্তলোলুপ হায়,
চাঁদাবাজি বিষের দংশন গলায় শিকল গায়।

ফ্যাসিবাদের দাবানল দাহে শান্তি-বন,
অমানিশার ছায়ায় ম্লান হয় মানব-ধ্বনন।
স্বাধীনতার সূর্য ঢাকা দুর্বিপাক-মেঘে,
ন্যায়-অগ্নি নিভে যায় অন্যায়ের বেগে।

অন্তরায় হয়ে ওঠে এ দুঃসহ অমানিশা,
বেদনায় ভাসে তখন সভ্যতার দিশা।
তবু আশা ফোটে ভোরের লাল আভায়,
ন্যায়ের বজ্রগর্জন ছিন্ন করুক অন্তরায়।
----------------------------------


স্বদেশ প্রেম

 স্বদেশ প্রেম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রজন্ম স্বদেশ প্রতি রাখো অমল বিশ্বাস,
দায়িত্ব পালন দাও তুমি সততার আশ্বাস!
মাটি যেমন জননীসম, হৃদয়ে জাগাও প্রীতি,
ফুলের মতো সুবাস ছড়াক দেশের ন্যায়নীতি।

সংবিধানের প্রদীপ জ্বালো আঁকো জীবনধারা,
নদীর ধারা সম প্রবাহিত হোক সত্যের তারা।
সেবা করো সর্বদা তুমি হোক উদার হৃদয়,
প্রভাতকিরণ ভরে তুলুক অন্তর, আনুক জয়।

অপরাধের আঁধার ভাঙো আনো ন্যায়ের আলো,
অন্ধকারে বাতাস হয়ে দাও নৈতিক ভালো।
শৃঙ্খলা হোক দৃঢ়তর নৈতিক চেতনায়,
পাহাড়সম অটল থাকুক কল্যাণের ধারায়।

সতর্ক চিত্তে চলো সদা করো প্রভুর প্রার্থনা,
উর্বর হোক মাতৃভূমি, আনুক মুক্তির রথনা।

------------------------------------------------

গোলামের পাশে দাঁড়াও

 গোলামের পাশে দাঁড়াও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভু, করুণার স্রোতে ভরা তোর নাম সারা,
আলো ছড়ায় অন্তরে অমল হৃদয়ধারা।
হে বিশ্বজগতের প্রভু ও দাতা ধার,
তোর গুণগান করি, হৃদয় ভরে ধন্য স্বর।

দিব্য আলো ছড়াও পথের প্রতিটি ধাপে,
নির্যাণে চলার পথে দাও আশীর্বাদে জ্বাপে।
হে বিচারকের সর্বশক্তিময় ন্যায়পরায়ণ,
সরাসরি পথ দেখাও, সত্যে ভরা অন্তরবান।

যাদের প্রতি তোর অনুগ্রহ প্রবাহিত চিরকাল,
অধর্মীদের নয়, তাদের দাও মুক্তি ধারাল।
সত্যপথে আমাদের চালাও দয়া করে প্রভু,
মুক্তি দাও অমল হৃদয়ে, দাও আলো শুভভূ।

হে প্রভু, তোর নামের মহিমা গাও অন্তর ভরা,
ভুল ও অন্ধকার দূর করো, দাও আলোর ধারা।
তোর করুণা ও দয়া ছড়াক আমাদের অন্তর্গতি,
গোলামের পাশে দাঁড়াও, দাও শান্তি ও জ্যোতি।
-------------------------------------

মমতার দীপ

 মমতার দীপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে বিশ্বাসী, এতিমের মাথায় রাখো কোমল হাত,
দুঃখভরা অন্তরে জ্বলো আল্লাহর করুণার বাত।
অভুক্তকে দাও খাদ্য, দান হোক বিনিময়হীন,
প্রাণে জাগুক দয়া, অন্তর হোক ন্যায়পথে অমলীন।

রাসূল (সাঃ) শিখিয়েছেন ভ্রাতৃত্বে করুণার ছোঁয়া,
যে দান করে হৃদয় ভরে, সে পায় জান্নাতের দীপায়া।
“একজনকে খাইয়ে দাও,” কোরআন বলে স্পষ্টভাবে,
অল্প দানেও আছে আল্লাহর সওগাত দীপাবে।

হৃদয় ভরা দয়া, অন্তর হোক আলোকিত,
অহংকার ভাঙাও, ন্যায় পথে হোক অমলিত।
সত্যের দীপ জ্বালো, প্রার্থনায় থাকো সুমধুর,
মমতার এ দীপ জ্বলে, দুনিয়ায় হয় শান্তির দুর্গুর।

যে দান করে নিঃস্বার্থে, সে পায় করুণার ছায়া,
জীবন হোক আলোকিত, হৃদয় ভরে দাও প্রভুর মায়া।
-------------------------------------

হক কথা বলো

 হক কথা বলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হক কথা বলো জালেমের সম্মুখে আজ,
সত্যের দীপ জ্বলে অন্তরে অগ্নি সাজ।
অন্যায় শৃঙ্খল ভাঙে ন্যায়ের তলে,
সাহসী বুকে জ্বলে আলোর শিখা চলে।

কোরআন বলে, লড়ো আল্লাহর পথে,
রাসূল (সাঃ) বলেন মুক্তি হবে তোর আখিরাতে।
ফ্যাসিবাদী চক্রান্ত ভাঙো অবিরত,
ন্যায়ের পথে দাও জীবন হৃদয় সতত।

জিহাদ শুধু রক্ত নয়, আত্মার মুক্তি,
সদকা-নিয়মে হোক অন্তরের শুদ্ধ চুক্তি।
হে সাহসী বুকে জ্বলো ন্যায়ের শিখা,
অন্ধকার অগ্নি নিভাও অন্তর হোক ভিখা।

সত্যের পথে চল হে মুমিন অবিরত,
অন্যায়কে করো পরাজিত, করো তাকে হত।
ন্যায়ের দীপ জ্বলে অন্তর পবিত্র দীপে,
জিহাদে সাহসী হউক অন্তর, জাগো হে বীর রূপে।

-------------------------------------

বিবেক রক্ষার চাবি

 বিবেক রক্ষার চাবি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
বিবেক দংশিত হয় এমন করো না হে মানব,
সৃষ্টির সেরা তুমি, মনে রেখো স্পন্দিত কলব।

আল্লাহর পথে চলো, সত্যের দীপ জ্বালো অন্তরে,
মিথ্যার আবরণ ছিন্ন করে দাও অন্ধকারের পলরে।

প্রার্থনা করো খুলে, দোয়া ভরে অন্তর শুদ্ধিতে,
ধর্মের পথে চলতে চাইলে থাকবে মুক্তি অদ্রপ্তিতে।

অন্যায়ের কাছে মাথা নত করো না কখনো,
ন্যায়ের পথে দাঁড়াও, যে তোমায় দেবে শান্তির ধোঁ।

দরিদ্রের হাতে দাও দয়া, আলোর প্রদীপ জ্বেলে,
সহমর্মিতা ছড়িয়ে দাও, শান্তি দাও হৃদয়ে সেঁলে।

শিরে রাখা নামাজ, সবার জন্য দিক নির্দেশক,
সত্যের পথে চলা, হৃদয়ের চিরন্তন প্রেক্ষক।

বিবেক রক্ষার চাবি, আল্লাহর স্মৃতিতে লুকানো,
অন্তরে রেখো ন্যায় ও দয়া বিধির বিধানে সাজানো।
-------------------------------------

নিষিদ্ধ হত্যা

 নিষিদ্ধ হত্যা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
বিনা কারণে হত্যা করো না হে মানব,
এ পাপের শিখরে মহান আল্লাহর গজব
প্রাণে দয়া রাখো, করুণার দীপ জ্বালাও,
অন্যায় রক্তে ভরা নয় জীবন, তা বাঁচাও।

কোরআন শোনায়, “একজন জীবন রক্ষা করো,”
একটি হত্যা মানে সব মানব ক্ষতিগ্রস্ত হলো।
রাসূল (সাঃ) বলেছেন, দয়া হল ঈমানের আলো,
হত্যা করো না হে মানব,ক্ষমাকে তুমি হ্যাঁ বলো।

রক্ত ফোঁটা ফোঁটা ঝরে যখন অন্যায়ের হাতে,
আসমান কাঁদে, ফেরেশতা কাঁদে একসাথে
শান্তি হারায়, জ্বলে অগ্নি নিত্যবার,
অন্যায়ের পথে যায় ধ্বংসের অজস্র বার।

যে প্রাণ রক্ষা করে, সে পায় জান্নাতের ঘর,
আল্লাহর নূর ছড়িয়ে দেয় দুনিয়ায় শান্তির ধর।

-------------------------------------

সেবাই জিহাদ

Saturday, August 30, 2025

প্রার্থনার আলো

 প্রার্থনার আলো

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
অরাজক কালো ঝড়ে কাঁপে মানব-প্রাণ,
দিগন্ত ভরে ওঠে অশান্তির গান।
হে মুমিন! তুই হতাশ হবি না কিছুতে,
প্রার্থনা কর প্রাণ খুলে রবের কাছেতে।

আল্লাহ বলেন— “আমায় ডাকো, সাড়া দেব আমি”,
(সূরা গাফির, আয়াত ৬০) — সত্য বাণী।
হাদিসে নবীও শিখিয়েছেন বারবার,
দোয়া গোলামের শক্তি, মুক্তির অবার।

কঠিন বিপদ যখন আঁধারে ঢাকে,
সাজদায় ফেলো প্রাণ অশ্রুজলে ডাকে।
রহমতের দরজা তখন খুলে যায়,
আল্লাহর কৃপায় আঁধার মুছে যায়।

হে দোয়া, তুই বর্ম শত্রুর আঘাতে,
প্রশান্তির আলো দাও অন্তর জগতে।
বিশ্বাসের ডানায় উড়ুক তব প্রাণ,
প্রার্থনায় মিলুক শান্তির দিশার সন্ধান।
------------------------------------------------

সত্যপথে জিহাদ

 সত্যপথে জিহাদ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ওরে মুমিন শোন ডাক সত্যেরই জিহাদে,
আল্লাহর নাম নিয়ে দাঁড়াও ন্যায়ের সাধে।
জালিম যদি করে দমন রক্তে আঁকে শোক,
তখন তুমি রুখে দাঁড়াও দাও জীবনের লোক।

শহীদ হলে জান্নাত পাবে অনন্ত ঠিকানায়,
ফেরেশতা নেমে আসবে শান্তি দিবে প্রাণায়।
গাজী হলে সম্মান পাবে মুমিনের অন্তরে,
ইতিহাস লিখিবে তোমার জয়ধ্বনি সাগরে।

রাসূল বলেছিলেন, “জিহাদ শ্রেষ্ঠ আমল,”
নফস হতে রক্ষা করা সর্বোচ্চ বল।
অন্যায়, মিথ্যা, স্বার্থলোভ করো দূর,
সত্যপথে জিহাদ মানে আলোরই নূর।

ওরে মুমিন, ভয় কোরো না দাও প্রাণের দাম,
আল্লাহর রাহে শহীদ হলে অমর তোমার নাম।
জিহাদের ডাক শোনো জাগাও অন্তর ভর,
এই পথেই শান্তি মেলে চির জান্নাত ঘর।
------------------------------------------------

নামাজের আহ্বান

 নামাজের আহ্বান

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ওরে মুমিন, মুক্তির চাবি নামাজ তোর হাতে,
জান্নাতের দ্বার খুলিবে তাতে আল্লাহর প্রাতে।

দিনে পাঁচ বেলা ডাক আসে আযানের সুরে,
ভুলে যেও না প্রভুকে, ফিরে এসো মসজিদ ঘুরে।

দুনিয়ার মোহ ছেড়ে দে, নত কর অন্তরে,
সিজদার মাটিতে শান্তি মেলে দয়া ভরা অন্তরে।

হাশরের ময়দানে জিজ্ঞাসা হবে নামাজ আগে,
যে সফল হ’বে সেদিন সে-ই জান্নাতের বাগে।

নামাজে মেলে প্রশান্তি, মুছে যায় সব দুঃখ,
অভ্যাস কর হে মুমিন, আল্লাহর পথে সুখ।

আয় আয় মসজিদে ভাই, রাখিস না বিলম্ব,
নামাজই মুক্তির আলো, ঈমানের দৃঢ় স্তম্ভ।


------------------------------------------------

সতর্কতা

 সতর্কতা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
হে বিশ্বাসী, ধর্মে বাড়াবাড়ি করো না,
চল ন্যায়পথে, যে-ই বলুক বাধা না।
ইতিপূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে বারবার,
বাড়াবাড়ির ফলেই নেমে আসে বিপর্যয় অবার।

সত্যের পথে চলো, মিথ্যার বন্ধন ভাঙো,
ঐক্যের দীপ জ্বালো অন্তরে, শান্তির সাথি সাঙো।
ধর্মের নামে নয়, দাও কেবল ন্যায়পরিচয়,
অহিংসা ও সততায় মিলুক অন্তরের প্রকৃত জয়।

প্রার্থনায় রাখো হৃদয়, আনো আল্লাহর রহমত,
সুন্দর কাজে জীবন পাক আলোকিত করুণামৃত।
শত্রুর প্রতি করো দয়া, প্রতিশোধ নয় কখনো,
সততার দীপ জ্বালো, মিথ্যা আঁধার ত্যাগ করো।

সচেতন হোক চেতনা, অহংকার যাক মুছে দূরে,
সত্য ও ন্যায়পথে চলা হোক জীবনের স্মৃতিসূরে।
প্রেমে, দয়ায়, সততায় ভরে থাকুক অন্তর,
ধর্মের পথে চলা হোক আল্লাহর রহমে সুন্দর।
------------------------------------------------


সন্তুষ্টির পথে ব্যয়

 সন্তুষ্টির পথে ব্যয়

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
আল্লাহর সন্তুষ্টির পথে করো সদা ব্যয়,
হৃদয় ভরে দাও দয়া, রাখো অন্তর ন্যায়পথে স্থায়।
যে ব্যয় হয় তাঁর রাহে, সে কখনো বৃথা নয়,
প্রত্যেক দান, প্রত্যেক শপথ ফিরতি দেয় জয়।

দরিদ্রের হাতে দাও দয়া, আলোর দীপ জ্বলে,
শাস্তি যায় দূরে, খুঁজে পায় মুক্তি অনন্ত কালে।
প্রার্থনায় থাক অন্তর, বিশ্বাসের দিগন্তে,
সৎ পথে চলা ব্যক্তি পায় সওয়াব অনন্তে।

নিশ্চয় ব্যয় আল্লাহর পথে হয় চির তৃপ্তি,
পুণ্যের ধারা বয়ে চলে, পূর্ণ হয় অন্তর দীপ্তি।
ধৈর্য্য ও বিশ্বাস রাখো, করুণার দীপ জ্বালো,
নির্জনের পথে হোক দান, হে অন্তর আলো।

সত্য ও ন্যায়পথে চলা হোক জীবনের দিশা,
আল্লাহর সন্তুষ্টি পাইলে ভরে যায় অন্তর আশা।
যে ব্যয় করে বিশ্বাসে, তার জীবন হোক জ্যোতি,
নিশ্চয় আল্লাহর রহমত ঘিরে রাখে পথের গতি।
------------------------------------------------

প্রিয় দান

 প্রিয় দান

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ওহে মুমিন, নিজের প্রিয় প্রিয় জিনিস,
মন হতে দান করো, হোক পূর্ণ অনুপ্রাণিস।
হৃদয়ের গভীরে যে দীপ জ্বলে অমল,
প্রাণে প্রেমের আলো মুছে দেয় অন্ধকারের কল।

অন্যের জন্য ক্ষুদ্রও যদি হয় উপহার,
সেই ক্ষুদ্র দান ভরে দেয় অন্তর নীল আকাশের পার।
ধন-সম্পদের দাম মিটায় অল্পে ক্ষণে,
কিন্তু দান হৃদয়ের শান্তি দেয় বহুগুনে।

নিজেকে ভুলে, যদি করো তুমি যাত্রা শুরু,
প্রকৃত সুখ খুঁজবে প্রাণ, পাবে অন্তরের নীড়ে ধ্রু।
প্রেম, সততা, করুণা—সবই দানের রূপে মিল,
দিব্য আনন্দে ভরে যায় জীবনের প্রতিটি শ্বাস-সিল।

ওহে মুমিন, দান করো হৃদয় পূর্ণ করে,
এ জীবন হোক আলোকিত, সুখে ভরা চিরন্তরে।

------------------------------------------------

ফুটন্ত লাভা

 

ফুটন্ত লাভা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ৩০-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************

জাতির বুকেবুকে এখন পুঞ্জীভূত ফুটন্ত লাভা,
আগ্নেয়গিরির মতো দাউ দাউ জ্বলে রঙিন শোভা।
অন্ধকারে শত্রুর ছায়া যতই হোক গভীর,
বীরত্বের দীপ জ্বলে ওঠে অন্তরে অমলীর।

পদপদে রক্তঝরা মাঠ, তবু মন উড়ে স্বাধীনতার দিশায়,
দূর্গ ভাঙে বীরত্বের ঝলকে, জাগে আশা সঠিক ভাষায়।
অশ্রু মিশে আগুনে, প্রতিটি শ্বাসে বিদ্রোহের সাড়া,
বীরেরা প্রতিজ্ঞা করে—“নীরব থাকব না, দেবো শত্রুরে তাড়া।

উচ্চারণে বাজে বীরের ডাক, শোনে প্রতিবাদীর কণ্ঠধ্বনি,
জাতির চেতনায় জাগে শিখা, উড়ে ওঠে অগ্নির যামিনী।
ফুটুক বুকেবুকে অগ্নি, হোক অমল ধ্রুবতারা,
প্রাণে জ্বলে নতুন সূর্য, নতুন সকাল ভরা ভরা।

বিপ্লবের তরে জাতি একসাথে জাগে অনন্ত পথে,
বাঁধা না থাকে কভূ দুঃস্বপ্নের বনে- মুক্তির শপথে।

 

------------------------------------------------

 

 

মেরুদণ্ডহীন

 মেরুদণ্ডহীন

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
মেরুদণ্ডহীন নেতৃত্ব অদম্য রচিছে কালো অধ্যায়,
জাতি আজ ভঙ্গুর বিভক্তি রক্ত সংঘাতের থাবায়।
সত্যের আলো আজ নিভেছে চঞ্চল আবর্তে,
নীরবতা কেবল শোনায় মানবতার শোকগীতি সর্বত্রে।

দুর্বলের মাঝে দাঁড়ায় অল্প সাহসী হৃদয়,
যার দীপ্তি জ্বালাবে স্বাধীনতার প্রাচীর ভেদ করে সদয়।
ভালবাসা দেশপ্রেমে গেঁথে রাখিবে শক্ত অক্ষরে,
অম্লান হয়ে রইবে প্রজাদের অন্তরে অনন্তর।

আমরা কোন পথে, যেদিন ইতিহাস লিখিবে,
নিষ্ঠার ছোঁয়ায় অন্ধকার ত্যাজ্য জ্বালায় অগ্নি দিবে।
যদি সত্যি প্রেম হয় মাতৃভূমির প্রতি তবে এখনি
ছুঁড়ে ফেলো মেরুদন্ডহীন নেতৃত্ত বজ্রের অমর ধ্বনি।
-------------------------------------------------

মুক্তির পাথরে লেখা

 মুক্তির পাথরে লেখা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
স্বাধীনতা যদি হেরে যায়, খুঁজিবে তারে একদিন,
সেদিন তো আর ফিরিবে না মুক্তি,কাঁদিবে চিরদিন।
রক্তঝরা মাঠে জ্বলে বিদ্রোহের শিখা প্রখর,
চোখে আঁধার তবু, অন্তরে জাগে বীরত্বের চিত্তধর।

শৃঙ্খল ভাঙে তলোয়ারের ঝলকে, বজ্র হাতে,
বিপ্লবীর হৃদয়ে জ্বলে আশা অমোঘ, অমর সত্তাতে।
মুক্তির ধ্বনি বাজে দূর্গপ্রাচীরে, পাহাড় পাথরে,
শত্রুর ভয়ে কেঁপে ওঠে জমিন, আকাশ, নদী তরে।

নীরব রাতে শোনো স্বাধীনতার মধুর ডাক,
আকাশ–বাতাসে ভেসে যায় বিজয়ের অমর বাঁক।
যদি হেরে যায় আজ, স্মরণে রাখিবে চিরন্তন,
প্রতিটি হৃদয় জ্বলে, প্রতিটি প্রানের করুণন্তন।

মুক্তির পাথরে লেখা থাকবে অজস্র বীরত্বের গান,
দাসত্ব ভেঙে ফেলার অগ্নিশপথে প্রতিধ্বনিত প্রাণ।
-------------------------------------------------