Sunday, August 3, 2025

মুক্তিযুদ্ধের চৈতন্যবেগে

 

মুক্তিযুদ্ধের চৈতন্যবেগে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৪-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

আজ স্বাধীনতার ভিতরে পরাধীনতা এলো নেমে,

এখনো মীরজাফরের পদ চিহ্নগুলো নগর ও গ্রামে।

 

দিকে দিকে বিপ্লবের গভীরে ছলনার জীবন্ত মিছিল,

সত্যের দুর্ভিক্ষে চেতনাহীন বিপ্লবীর অনিবার্য্ মিল।

যে মুক্তির অন্বেষণে যোদ্ধারা ছুটেছিল বিপুল আগ্রহে,

সেখানে নব্য ফ্যাসিবাদীরা নাচিছে নগ্ন সমারোহে।

 

সেই শকুনেরা বেঁধেছে বাসা লাল সবুজের পাশে,

প্রত্যহ দিতেছে বিষাক্ত বায়ু নিরহ জনতার নিশ্বাসে!

চেতনা এখন মুত্যুর মুখে ক্রমে ক্রমে ধূসর বর্ণিল,

যোদ্ধারা নিঃশব্দে ঘোষণা করে দারুন দুর্দিন নিখিল।

 

বঙ্গের বুকে বুকে দেশদ্রোহীদের নিত্য নৃত্য চলে,

বিপ্লবীরা নির্লজ্জ নাচে স্বৈরতন্ত্র মবতন্ত্রের অন্দরমহলে।

দুয়ারে দুয়ারে উগ্রবাদের পতাকা উড়ে গগণ তল-অবিচল,

তবু যোদ্ধারা নিশ্চুপ! ঠিক যেন নতশির থাকাই সম্বল।

 

জনতার প্রাণে প্রাণে ব্যাদনা, চোখে চোখে অশ্রুজল,

স্বাধীনতার ভিতরে পরাধীনতা এলো নেমে আজকাল!

ঐক্যহীন এইদেশে আজ মীরজাফরেরা আক্রমন করে,

দেশদ্রোহীরা স্বাধীনতার নিশানে দেয় টান বজ্র হুঙ্কারে!

 

কান্ডারী হারিয়ছে পথ! নিয়ত আঘাত হানে রক্ত পানে,

প্রেমের দুর্ভিক্ষে স্বাধীনতা মৃত্যুর মুখে শাসকের দূষণে।

তবুও দৃঢ় শপথ এই স্বাধীনতা হবে না কভূ অস্তমিত,

এখনো লক্ষ শহীদের উত্তরসূরী দুরন্ত দুর্বার- জীবিত!!

 

মুক্তিযুদ্ধের চৈতন্যবেগে এখনো উম্মুখর স্বাধীন এই দেশ,

জাতি হারাবে না পথ যতই আসুক দেশদ্রোহীদের নির্দেশ।

-------------------------------------------------