সত্যের ধ্রুবা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
জুলুমে দেবে নীরব দুঃখের ঢেউ,
মানবের অন্তরে জ্বলে অনল দাউ দাউ!
কোরআনের বাতি দেখাও পথের দিশা,
হাদিসের বাণী শোনাও সঠিক নিশা।
কোরআনের সুরে বলো—“উঠো, দাও পরাজয়,”
ধৈর্যের অগ্নিতে জ্বালাও আলোর ছোঁয়ায়।
অত্যাচারী ছুটে চির অন্ধকারে,
মুক্তির প্রভা জ্বলে সবার অন্তরকারে।
সত্যের পথে দাঁড়াও, ভয় করো না কখনো,
আলোর পথে চলো, জ্বলে থাক অন্তর শিখা!”
কোরআনের তাল মিশে হোক হৃদয়ের প্রভা,
জুলুম দূরে হোক, উঠুক সত্যের ধ্রুবা।
--------------------------------------------
No comments:
Post a Comment