Tuesday, September 2, 2025

সেবা হোক ধারা

 সেবা হোক ধারা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
রাজনীতির খেলা, ধর্মের নামে জ্বলে,
অন্তরে যদি খোলা না হয়, আলো কোথায় ফুটে চলে?
কোরআন বলে, “সত্যের পথে যাও, ন্যায়ের খোঁজ পালে,”
অন্যায় মুছে যাক, হৃদয় হোক আলোর মালে।

মসজিদে গম্ভীর, কিন্তু অন্তরে যদি অন্ধকার,
শয়তানের খেলা জ্বলে, ভয়-ভীতি ছায়ার উপহার।
সত্যের বাঁশি বাজুক, ন্যায়ের সুরে গায়ে,
ভ্রষ্টের খেলা থেমে যাক, দাসত্ব মুছে হায়ে হায়ে।

আল্লাহর পথে হোক রাজনীতি, সেবা হোক ধারা,
ন্যায়ের পতাকা উড়ুক, দুঃখি মনও হোক আলোকধারা।
------------------------------------------------

No comments:

Post a Comment