শোষিতের কণ্ঠে বিদ্রোহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
শোন, হে দুনিয়া, শোষিতের আর্তনাদ,
বঞ্চনার আঁধারে জ্বলে অন্তরের জ্বোৎবাদ।
পাঁজরে ঢাকা কণ্ঠ আজ মুক্তির ছন্দে,
সত্যের নাওয়ায় বাজুক বিদ্রোহের বন্দে।
জ্বলুক রক্তে নয়—জ্বলুক অন্তরের আলো,
অধিকার চাও পায়ে, মাথায় নয় কলো।
অধিকার লুটেছে তারা, খেয়েছে সুখের খেলা,
আমরা দাঁড়াবো দৃঢ়, পায়ে পা মেলাবো মেলা।
হুংকার তুলো, প্রজন্ম, শোষকের পায়ে থাপ্পর,
বিজয়ের গান বাজুক, দমে যাবো না জবাবর।
ভাঙুক শিকল, উড়ে যাক অন্যায়ের ধোঁয়া,
উঠুক শহর, গ্রাম—জাগুক মানুষের আলেয়া।
নিশ্চল থাকুক না কেউ, জেগে ওঠুক চিৎকার,
বিদ্রোহের গান বাজুক, যুদ্ধের দিঘি তীরকার।
------------------------------------------------
No comments:
Post a Comment