যদি না জাগিস
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
তোরা যদি না জাগিস বীর, কেমনে রক্ষা হবে!
তোর পতাকা ধরেছে খামছে শত্রুরা আজ সবে।
উঠো, ভাই, চিৎকারে ভরো মাঠ, ভয়কে তুচ্ছ করো,
দেশের জন্য প্রাণ উড়ুক, জ্বলে উঠুক অদম্য নূরো।
অশ্রুজলে ভাসুক না জাতির প্রাণ,
সাহসের ধনুক জ্বলে উঠুক, হোক বিজয়ের গান।
শত্রু যতই ঢেকে আকাশ, হবে না অন্ধকার,
বীরের সুরে দোলায় দুলুক প্রতিটি প্রান্তকার।
মাটির ধূলায় মিশুক স্বপ্নের বীজ,
উঠো, রুখো শত্রু, বাজুক স্বাধীনতার তেজ।
নিশ্ছল থাকুক না কেউ, জেগে ওঠুক চিৎকার,
অন্তরে জ্বলে উঠুক, প্রতিবাদের অগ্নিস্ফার।
আহ্বান করি, ভাই, এক হয়ে রক্ষা করো দেশ,
যোদ্ধার দীপে আলোকিত করো, অন্ধকার হোক শেষ!
------------------------------------------------
No comments:
Post a Comment