Wednesday, September 3, 2025

আর রাহমান

 আর রাহমান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************

আর রাহমান, তোর নামের আলো জ্বলে অন্তরে,
ভরে যায় হৃদয় প্রেমে, দূর হয় সকল ব্যথারে।

নামাজে মন খোলে, দোয়ায় ভেসে আলো,
প্রভুর রহমতে মেলে শান্তির শোভা।

তোর করুণায় মিলায় ভয়হীন প্রাণ,
আর রাহমান, তোর নূরে জ্বলে আনন্দ দান।

আর রাহমান, তোর নামের আলো জ্বলে অন্তরে,
ভরে যায় হৃদয় প্রেমে, দূর হয় সকল ব্যথারে।

সৃষ্টি জগতে তোর আলো ছড়ায়,
সকল আশা, শান্তি, রহমত তোরই যায়।

আর রাহমান, তোর নামের আলো জ্বলে অন্তরে,
ভরে যায় হৃদয় প্রেমে, দূর হয় সকল ব্যথারে।
------------------------------------------------

No comments:

Post a Comment