Wednesday, September 3, 2025

কোরআন পড়ো হে মুমিন

কোরআন পড়ো হে মুমিন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************

কোরআন পড়ো হে মুমিন, জ্বলে অন্তরে দীপ
অন্ধকার সব দূর হয়ে যাক, হোক শান্তি অন্তরীপ্ত
প্রতিটি আয়াত যেন আলো, পথ দেখায় ধারাপ্রবাহ
ভালোবাসায় ভরে ওঠুক মন, হোক জীবন নবীন প্রভাহ।

শপথ করো আল্লাহর পথে, সততার সঙ্গে ধীরে
প্রার্থনায় ভরে মন তোমার, হোক আনন্দ অন্তরে
আয়াতের রহমত জ্বেলে, শান্তি দাও অন্তরে
বিশ্বাসের আলো জাগুক হৃদয়ে, প্রেমে ভরে ধারায়।

ধৈর্য্য ধরো হে বান্দা, ভালোবাসা রাখো অন্তরে
ইবাদতে থাকো নিয়মে, হোক জীবন পূর্ণ রঙে
ভুল-ত্রুটি ধুয়ে যাক দূরে, কোরআনের জলে প্রবাহ
চলো আলোয় হেঁটে যাও তুমি, হোক জীবন নবীন প্রভাহ।

নিষ্ঠা নিয়ে পড়ো কোরআন, জ্ঞান হোক অন্তরের বন্ধু
রহমতের ফুল ফোটুক অন্তরে, ভালোবাসা ভরে প্রাণে
কোরআনের আলোয় হোক জীবন, প্রতিটি ক্ষণ হোক পবিত্র
সত্যের পথে হেঁটো তুমি, ভয় যেন চির বিলীন।
------------------------------------------------

No comments:

Post a Comment