সত্যের শাসক হোক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ওরে ভাঙতে হবে আজ অশুভ শক্তির শৃঙ্খল,
ধ্বংসের আঁধারে জ্বলে হকিকতের দীপ্তিমল।
দুর্নীতি, লুটতরাজ, চাঁদাবাজি পচিয়ে ছুটেছে সমাজ,
ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, মীরজাফরি—সব ছড়ায় অরাজ।
হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান—ধর্মের অমল বন্ধনে,
সম্প্রীতির ডঙ্কা বাজুক, ভেদাভেদ ভুলে ভূবনে।
মুক্তিযোদ্ধারা সূর্যসন্তান, শপথবদ্ধ স্বাধীনতার পথে,
রক্তে ভাসিয়ে অনায়াসে ভেঙেছে শত্রুর ঘের, যুদ্ধের রণেতে।
আমরা বাঙালি কিংবা বাংলাদেশী—ঐক্যের পতাকা হাতে,
সোনার বাংলা উঠি গেয়ে, জ্বলে মুক্তির অমলিন আলোতে।
শক্তিহীন হবে শাসক, দুর্নীতির দানব ক্ষয়,
নির্ভীক চরণে দাঁড়াও, করো অন্যায়ের ভয়।
ভাঙবে শৃঙ্খল, উঠবে মুক্তির পতাকা উড়ে,
প্রভুর ইচ্ছায় আলোর দেশে উঠবে আমাদের জাতপথে।
সত্যের শাসক হোক প্রতিটি চরণে বাংলায়,
সোনার বাংলা উঠ গেয়ে—চিরন্তন আলো ছড়ায়।
------------------------------------------------
No comments:
Post a Comment