Wednesday, September 3, 2025

ওরে বীর! ওঠো

 ওরে বীর! ওঠো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ওরে বীর! ওঠো, ভাঙো শৃঙ্খল আজ,
জ্বলে অন্তর, অগ্নি জ্বরে শত্রু ছাড়।
ধ্বংস কর দাসত্ব, ছিঁড়ে দাও সব বাঁধ,
চিৎকারে ভাসুক মুক্তির দীপ্তি রাঙা ঢাঁড়।

রক্তের পথে লেখা ইতিহাসের প্রতীক,
সাহসে উড়ুক নতুন দিনের আলো বিক।
নিশ্চল নয়, নয় অদম্য বীরের মন,
বিদ্রোহে গর্জে ওঠে শক্তি দহন অন।

আলো ছড়াও, ভয়কে তুচ্ছ করো ভাই,
নতুন প্রভাতের পতাকা উড়াও শিখরে ছায়।
ধ্বনিত হোক চিৎকার, শত্রু হোক দমিত,
নবযাত্রা শুরু, অগ্নি ছড়াও চারপাশে অমিত।

ওরে বিপ্লবী! প্রস্তুত হও, লড়াই করো,
ভাঙো শৃঙ্খল, জ্বলো, দাও প্রতিশোধ শক্তিতে প্ররো।
------------------------------------------------

No comments:

Post a Comment