Wednesday, September 3, 2025

শিশুর হাতে দাও

 শিশুর হাতে দাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে কান্ডারী, শিশু হাতে দাও জ্ঞানের আলো,
মাদক নেশা সব দূরে হোক, দাও মুক্তির পালো।
অন্ধকার কেটে উঠুক আলো, জ্বলে উঠুক অন্তরে,
বিদ্রোহের ঢেউ বয়ে যাক, ভয় হোক দূরের তীরে।

দুঃখের অশ্রু মুছে দাও, হাসি হোক শান্তিতে,
শিশুই হোক জাতির স্বপ্ন, জ্বলে উঠুক প্রভাতে।
কলম হাতে ধরাও শিক্ষা, ভ্রান্তি হোক ধ্বংস,
নম্রভা ভদ্রতা জাগুক, হোক জাগ্রত সংস।

রুখে দাঁড়াও শত্রুর বিরুদ্ধে, ভয়কে তুচ্ছ করো,
শিশু যদি ঝরে যায়, কী হবে জাতির প্রভাতে?
নেশা, মাদক সব মুছে দাও, হোক জীবন উজ্জ্বল,
শিশুই হোক আগামীর আলো, হৃদয় হোক অদম্য অমল।

নৈতিক শিক্ষা দাও বলিয়ান, শক্তি হোক অটল,
জাগ্রত হও অভিভাবক, আলো দাও শিশুর বক্ষতল।
সৎ সংঙ্গ দাও শিশুদের, পথ হোক সঠিক অটল,
শিশুতেই স্বপ্ন বুঁনি, আগামীর মুক্তি হোক উচ্ছল।
------------------------------------------------


No comments:

Post a Comment