Tuesday, September 2, 2025

গুপ্ত সংগঠন

 গুপ্ত সংগঠন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
গুপ্ত সংগঠন ছায়া ফেলে কালো মেঘের মতো,
জাতির স্বপ্ন গলিয়ে দেয় বিষের ঢেউ ততো।
নিঃশব্দে আসে, সাপের মতো ছোবল হানে,
রক্তে ভাসে মাটি তখন ষড়যন্ত্র গানে।

মরুর আগুনে সবুজ শ্যামল হারায় রূপ,
তরুণের প্রাণে জ্বলে ওঠে শোকের ধূপ।
দেশের আকাশে ঝুলে থাকে অশ্রুর ঝড়,
বুকে জ্বলে অনল, মুছে ফেলে শান্তির ঘর।

তবু আলোর সন্তান জাগে দীপ্তি হাতে,
তারা তো ভোরের সূর্য, আঁধার ফাটে।
একতার শপথে গড়বে তারা নতুন দিন,
অভিশাপ ভেঙে উঠবে গৌরবময় ঋণ।

জাতির প্রাণে খোদিত হোক সত্যের আলো,
গুপ্ত আঁধার মুছে দিক শাশ্বত জ্যোৎস্নার পালো।
------------------------------------------------

No comments:

Post a Comment