ধর্ষণ এক সভ্যতার অভিশাপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ধর্ষণ শয়তানের ফাঁদ, অন্ধকারের ছায়া,
সভ্যতার বুক চিরে আনে অভিশাপের মায়া।
কোরআনের বাণী ডাকে, করো না সীমালঙ্ঘন,
ইজ্জতের পাহারায় থাকো, ভাঙিও না প্রতিরোধ মন।
নারী তো ফুলের মতো, মমতার সমান,
তার সম্মান রক্ষা করা ঈমানের নিদান।
রাসূল (সোঃ) বলেছেন স্পষ্ট, নারীর প্রতি শ্রদ্ধা দাও,
তার প্রতি জুলুম মানে ঈমান থেকে ছিটকে যাও।
ধর্ষক হৃদয় বিষধর সাপ, ছোবল মারে রাতে,
নরকের আগুন ফুঁসে উঠে, শাস্তি আছে তাতে।
আল্লাহর কালামে লেখা, অন্যায়কারীর পরিণাম,
অগ্নি ঝড়ের মতো হবে তার অন্তরের অবসান।
হে মানবতা! জাগো এবার, অন্যায় দাও রুখে,
ন্যায়ের শপথ নাও সকলে, দাঁড়াও শক্ত বুকে।
নারীর মর্যাদা রক্ষা করো, ফুলের মতো রাখো,
সভ্যতা বাঁচবে আলোর পথে, সত্যের দীপ জ্বালো।
------------------------------------------------
No comments:
Post a Comment