Tuesday, September 2, 2025

বিষধর সাপ

 বিষধর সাপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
সুদে ভরে গেছে আজ মানবতার হাট,
আল্লাহর অভিশাপে জ্বলে অশান্তির রাত।
রিজিকে নামে আগুন, বরকত যায় হারায়,
শয়তানের ফাঁদ এ পথ, সত্য আলো নিভায়।

ঘুষের পথ অন্ধকার, জুলুমের সমান,
রাসূল (সাঃ) বলেন — “ঘুষখোরে লানত জান।”
ন্যায়বিচার মুছে যায়, অধিকার হয় ক্ষয়,
ঘুষের আগুন সমাজজুড়ে ছড়িয়ে দেয় ভয়।

ব্যাভিচার আগুন যেন দগ্ধ মরুভূমি,
কোরআন বলে — তার কাছে যেয়ো না তুমি।
চোখের পর্দা নামাও, রাখো অন্তর খাঁটি,
পবিত্র জীবনে আছে মুক্তির ঘাটি।

দুর্নীতি বিষধর সাপ, গ্রাস করে দেশ,
মানবতার দেহে রেখে যায় কালিমার রেষ।
পরের হক নষ্ট মানে আগুনের বোঝা,
সৎপথে ফিরলে তবেই জান্নাত হবে খোঁজা।
-------------------------------------------

No comments:

Post a Comment